Advertisment

Most expensive over in first class cricket: ১ ওভারে ৬ ছক্কা না হাঁকিয়েও স্কোরবোর্ডে ৪৩! ইংল্যান্ডে ক্রিকেটের যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার, দেখুন ভিডিও

Vert Vance 77 runs most expensive over in First-Class cricket: অবিশ্বাস্য রেকর্ডের সাক্ষী থাকল ইংল্যান্ডের ক্রিকেট, চোখে না দেখলে বিশ্বাস-ই হবে না

author-image
IE Bangla Sports Desk
New Update
County, Championship, দেশ, চ্যাম্পিয়নশিপ,

County-Championship: এই সেই ম্যাচ (স্ক্রিনগ্রাব/ভাইট্যালিটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ)

most expensive over in First-Class cricket by Ollie Robinson: প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৪৩ রান। যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ব্যয়বহুল ওভার হয়ে উঠল। এই বিপুল পরিমাণ রান তুললেন লিসেস্টারশায়ারের লুই কিম্বার। তিনি অলি রবিনসনের বলে এই বিপুল পরিমাণ রান তুলেছেন। ২০২১ সালে অভিষেকের পর থেকে ইংল্যান্ডের হয়ে ২০টি টেস্ট খেলেছেন রবিনসন। তিনি ওভারে তিনটি নো-সহ মোট ৯টি বল করেন।

Advertisment

এই ম্যাচে ৩০ বছর বয়সি রবিনসন হোভের কাউন্টি গ্রাউন্ডে ডিভিশন টু ম্যাচে লিসেস্টারশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলছিলেন। সিমার রবিনসনের বলে ওই ওভারে কিম্বার মোট পাঁচটি ছক্কা মেরেছেন। নো বলের সুযোগ নিয়ে তিনটি চার মেরেছেন। একটি সিঙ্গেল নিয়েছেন। কিম্বার ৫৬ বলে তুলেছেন ৭২ রান। লেস্টারশায়ারের দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে কিম্বার ওই বিপুল রান তুলেছেন। ম্যাচে কিম্বারের দল ৪৪৬ রান তোলে। কিম্বার ৬৫ বলে ১০৯ রানে অপরাজিত থেকে যান। কিম্বারের অপরপ্রান্তে সেই সময় ব্যাটার ছিলেন বেন কক্স।

১৩তম ওভারে রবিনসনের প্রথম বলে কিম্বার ছয় মারেন। দ্বিতীয় বল নো হয়। সেখানেও ছয় মারেন। তৃতীয় বলে চার মারেন। চতুর্থ বলে ছয়। পঞ্চম বলে চার। ষষ্ঠ বল নো হয়। সেখানেও ছয় মারেন। সপ্তম বলে চার রান নেন। অষ্টম বল নো হয়। সেখানেও ছয় মারেন কিম্বার। নবম বলে নেন ১ রান।

কিম্বারের এই কীর্তির উলটোদিকে রবিনসন একজন ইংরেজ বোলারের দেওয়া সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন। এর আগে প্রাক্তন টেস্ট পেসার অ্যালেক্স টিউডর এক ওভারে ৩৮ রান দিয়েছিলেন। তাকেই ছাপিয়ে গেলেন রবিনসন। ১৯৯৮ সালে সারে বনাম ল্যাঙ্কাশায়ার ম্যাচে ওই ওভারে অ্যান্ড্রু ফ্লিনটফ এক ওভারে ৩৪ রান করেছিলেন।

আরও পড়ুন- সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই একাদশ-ই নামাচ্ছে টিম ইন্ডিয়া, শেষবেলায় এল বড় আপডেট

তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভারটি হয়েছিল ১৯৯০ সালে। সেবার, ওয়েলিংটন এবং ক্যান্টারবারির মধ্যে ম্যাচে নিউজিল্যান্ডের প্রাক্তন অফ-ব্রেক বোলার ভার্ট ভ্যান্স এক ওভারে ৭৭ রান দিয়েছিলেন। নিউজিল্যান্ডের হয়ে চারটি টেস্ট এবং আটটি ওয়ানডে খেলা ভ্যান্স ওই ওভারে ১৭টি নো-বল করেছিলেন।

England Cricket News Cricket World Cup
Advertisment