/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/CHOTO5.jpg)
দ্রাবিড়কে 'বাঁ-হাতি ব্য়াটসম্য়ান' বলল আইসিসি, ধুয়ে দিলেন নেটিজেনরা, রোষের মুখে বিসিসিআইও
একই দিনে আইসিসি ও বিসিসিআইকে ধুয়ে দিল সোশাল মিডিয়া। কিংবদন্তি ক্রিকেটারের অপমান মেনে নিতে পারলেন না টুইটারাত্তিরা।
প্রথমে আসা যাক 'দ্য় ওয়াল'কে নিয়ে কী ভুলটা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা? আইসিসি-র ওয়েবসাইটের 'হল অফ ফেম' বিভাগে দ্রাবিড়কে বাঁ-হাতি ব্য়াটসম্য়ান বলা হয়েছে।
##shame on you @ICC . After 16 years of International cricket, 13,288 test runs with 36 centuries and 63 half centuries, 10889 ODI runs with 12 centuries and 83 half centuries you did not even know that, Rahul Dravid is right hand Or Left hand batsman!!!!
— samir rout (@businessodisha) September 20, 2019
@ICC@ICCMediaComms ...ICC are u drunk ? Or high on what ?? When did Rahul Dravid bat left handed !! A world governing body can't get facts right of a legend ! #RahulDravidpic.twitter.com/62rXaGv0T7
— Deric Gladson (@dericgladson) September 20, 2019
আরও পড়ুন: ভারতের অনুশীলনে হঠাৎ হাজির দ্রাবিড়, টিপস দিলেন পন্থকে
অন্য়দিকে গত শুক্রবার টিম ইন্ডিয়ায় অনুশীলনে দেখতে এসেছিলেন দ্রাবিড়। সেখানে রবি শাস্ত্রীর আর দ্রাবিড়ের ছবি টুইটারে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেখানে ক্য়াপশন দেওয়া হয়েছে, ভারতীয় ক্রিকেটের দুই মহারথী একসঙ্গে। আর যা দেখে মাথা ঠিক রাখতে পারেননি দ্রাবিড়ের ফ্য়ানেরা।
Two greats of Indian cricket are Rahul Dravid & Ravi Shastri!!! Is that a joke @BCCI ? Don't disrespect #RahulDravid Sir please ???? https://t.co/dfCrB8jW6U
— ANUSHMITA ???? (@anushmita7) September 20, 2019
One of the great is Rahul Dravid, unable to find the other one https://t.co/Jwe7mjyBM4
— PoRaPo | ಪೋರಪೋ (@urslikithbh) September 20, 2019
গতবছর আইসিসি-র হল অফ ফেমে এসেছিলেন দ্রাবিড়। বিষেণ সিং বেদী, কপিল দেব, সুনীল গাভাস্কর ও অনিল কুম্বলের পর পঞ্চম ভারতীয় হিসেবে এই অনন্য সম্মান পেয়েছিলেন দ্রাবিড়।