Advertisment

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কোহলি

আইসিসির ওডিআই র‌্যাঙ্কিংয়ে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি ৮৯০ পয়েন্ট অতিক্রম করতে পেরেছেন। ১৯৯৮ সালে শচীন তেন্ডুলকর ৮৮৭ পয়েন্ট অর্জন করেছিলেন। শুধু ওয়ানডে ক্রিকেটেই নয় দাপট অব্যাহত টেস্টেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানাল ক্রিকেট মহল (বিসিসিআই টুইটার)

জন্মদিন বলে কথা! তাও আবার ভারতীয় ক্রিকেটের শাহেনশার। ক্রিকেট মহল তো বটেই বিশ্বের ক্রীড়ামহল কোহলির বার্থডে সেলিব্রেশনে ব্যস্ত। মঙ্গলবারেই ৩১বছরে পা রাখলেন তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় কোহলির জন্মদিনের শুভেচ্ছা-বন্যা।

Advertisment

আইসিসির ওডিআই র‌্যাঙ্কিংয়ে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি ৮৯০ পয়েন্ট অতিক্রম করতে পেরেছেন। ১৯৯৮ সালে শচীন তেন্ডুলকর ৮৮৭ পয়েন্ট অর্জন করেছিলেন। শুধু ওয়ানডে ক্রিকেটেই নয় দাপট অব্যাহত টেস্টেও। সুনীল গাভাসকারের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে র‌্যাঙ্কিংয়ে ৯০০ পয়েন্ট অতিক্রম করেছেন।

আরও পড়ুন অনলাইনে বিরাটকেই বেশিবার খোঁজা হয়েছে, বলছে রিপোর্ট

ঘটনা হল, একদশকের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে কাটানো হয়ে গেলেও কোহলির ব্যাটিং বিক্রম অস্তমিত হওয়ার কোনও লক্ষণই নেই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কোহলির ব্যাটিংয়ের তেজ আরও প্রখর হচ্ছে। তাই কোহলির জন্মদিনে সাধারণ সমর্থক থেকে সতীর্থ ক্রিকেটার, ধারাভাষ্যকার, প্রাক্তন ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটার প্রত্য়েকেই নিজেদের সোশ্যাস মিডিয়া অ্যাকাউন্ট থেকে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য ইংলিশ প্রিমিয়ার লিগের টুইটার পেজ থেকে কোহলির জন্মদিনের জন্য একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ম্যান ইউ লেজেন্ড রায়ান গিগস, লিভারপুলের সুপারস্টার সাদিও মানে, ম্যাঞ্চেস্টার সিটি-র বের্নার্দো সিলভা, চেলসির মার্কোস আলেন্সোদের দেখা গিয়েছে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

আরও পড়ুন নিরামিশাষী হওয়ার সুফল কী? জানালেন বিরাট কোহলি

স্বামীর জন্মদিনে স্পেশ্যাল মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। সেখানে তিনি শেয়ার করেছেন নিজেদের ট্রেক করার অভিজ্ঞতার কথা। পর্বতে ট্রেক করার সময়ে কীভাবে তাঁরা স্থানীয় একটি পরিবারের সঙ্গে কীভাবে সময় কাটিয়েছেন, সেই কাহিনী।

বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজ থেকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন স্বয়ং রোহিত শর্মা। প্রথম ম্যাচে বিরাটের অনুপস্থিতিতে অবশ্য হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারেই দ্বিতীয় টি২০তে খেলতে নামছে ভারত-বাংলাদেশ।

Read the full article in ENGLISH

Premier League Virat Kohli
Advertisment