Advertisment

ICC Cricket World Cup 2019: আর্চারকে নিয়েই চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের

আইপিএলে দুরন্ত ফর্মে থাকা এই বার্বাডোজের পেসারকে নিয়েই এদিন বিশ্বকাপের ১৫ সদস্যের দল বেছে নিল ইসিবি। শুধু আর্চারই নন, সম্ভাব্য দলে থাকা জো ডেনলি ও ডেভিড উইলি বাদ পড়লেন। এলেন লিয়াম ডসন ও জেমস ভিন্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Jofra Archer Included As England Announce 15-Member World Cup 2019 Team

আর্চারকে নিয়েই চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের (ছবি-টুইটার)

গত ১৭ এপ্রিল বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ সদস্যের দল বেছে নিয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের পর পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বেছে নিয়েছিল তারা। বিশ্বকাপের আয়োজক দেশের দলে সেঅর্থে কোনও বড় চমক ছিল না। প্রত্যাশিত দলই বেছে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

Advertisment



কিন্তু ইংল্যান্ডের ফর্মে থাকা পেসার জোফ্রা আর্চারের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু ইংল্যান্ড জানিয়েই দিয়েছিল যে, পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ শেষ করার পরেই তারা চূড়ান্ত দল ঘোষণা করবে।ঘরোয়া ক্রিকেটে ও বিশ্বব্যপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আর্চারের পারফরম্যান্সে মুগ্ধ ইসিবি। তাঁদের বক্তব্য ছিল আপাতত তাঁরা প্রাথমিক ভাবে ১৫ সদস্যকে বেছে নিয়েছিল।
ফলে আর্চারের দলে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থেকে গিয়েছিল। বাস্তবে সেটাই হলো আইপিএলে দুরন্ত ফর্মে থাকা এই বার্বাডোজের পেসারকে নিয়েই এদিন বিশ্বকাপের ১৫ সদস্যের দল বেছে নিল ইসিবি। শুধু আর্চারই নন, সম্ভাব্য দলে থাকা জো ডেনলি ও ডেভিড উইলি বাদ পড়লেন। এলেন লিয়াম ডসন ও জেমস ভিন্স।

আরও পড়ুন: কোহলি বললেন সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ

ইংল্যান্ডের বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রয়েছেন ইয়ন মর্গ্যান (ক্য়াপ্টেন), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, লিয়াম ডসন, লিয়াম প্লানকেট. অ্যালেক্স হেলস, আদিল রাশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস এবং মার্ক উড।

England cricket Cricket World Cup
Advertisment