অবসর নেওয়ার পরের দিনই নতুন চাকরি পেয়ে গেলেন পার্থিব প্যাটেল। মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন তিনি। অবশ্য ক্রিকেটার নয়, ট্যালেন্ট স্কাউট হিসাবে সংযুক্ত হলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বৃহস্পতিবার প্রেস বিবৃতিতে জানানো হয়, "দুই দশকের ঘরোয়া এবং আন্তর্জাতিক স্তরের ক্রিকেট অভিজ্ঞতা রয়েছে পার্থিবের। আইপিএলের মত দ্রুত লয়ের ক্রিকেটেও খেলেছেন তিনি।"
আরো পড়ুন: সৌরভের মত নেতা হতে কোহলিকে খাটতে হবে, কাইফের তোপে কোহলি
পার্থিবকে পেয়ে উছ্বসিত কর্ণধার আকাশ আম্বানি বলেছেন, "পার্থিবের মত ক্রিকেট মস্তিষ্ক আমরা এর আগে প্লেয়ার হিসাবে পেয়েছি। এবার সেই দক্ষতা প্রতিভা অন্বেষণের কাজে আমরা লাগাতে চাই। ও আমাদের ক্রিকেট দর্শন, ভাবনা বোঝে।"
নতুন দায়িত্ব পেয়ে পার্থিবও খুশি। তিনি আবার বলেছেন, "মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্রিকেট খেলা উপভোগ করেছি। সেই তিন বছর চ্যাম্পিয়নদের সঙ্গে কাটানো আমার স্মৃতিতে এখনো প্রকট। এখন জীবনে নতুন অধ্যায় যোগ করার পালা। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে আমি বেশ উত্তেজিত এবং মুম্বইকে ধন্যবাদ জানাতে চাই।"
বুধবার টুইটারে অবসর ঘোষণা করেন পার্থিব প্যাটেল। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। এর পরে তিনি টেস্টে আরো ২৫টি ম্যাচ খেলেন টিম ইন্ডিয়ার হয়ে। ৩১.১৩ গড়ে করেছেন ৯৩৪ রান। ৩৮টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন তিনি। জোহানেসবার্গে ২০১৮ সালে টেস্ট ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা পার্থিব। ১৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১ হাজারের বেশি রান করেছেন। ২৭টি সেঞ্চুরি সহ ৬৭টি হাফসেঞ্চুরিও তাঁর নামের পাশে। গত কয়েক মরশুম ধরেই পার্থিব গুজরাত দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ২০২৬-১৭ সালে রঞ্জিতে চ্যাম্পিয়নও হয় গুজরাত পার্থিবের ক্যাপ্টেন্সিতে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদের মত একাধিক দলে খেলেছেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন