Cricketer Salaries: কত বেতন পান রোহিতরা, বাংলাদেশি ক্রিকেটাররা কত পিছিয়ে আছে জানেন?
Discover the salary structures of cricketers in India and Bangladesh and who earns the highest. জানুন ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন কাঠামো এবং কারা পান সর্বোচ্চ বেতন।
Ind vs Ban: ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা। (ফাইল ছবি)
Cricketer Salaries in India and Bangladesh: Who Earns What: ভারত এবং বাংলাদেশের ক্রিকেটারদের বেতন কাঠামো তাঁদের কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। পরিমাণটা কত, সেটা দুই দেশের ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, উভয় দেশের ক্রিকেটারদের বেতন কত, সেটা এখন দেখে নেওয়া যাক।
Advertisment
ভারত ও বাংলাদেশ কোন দেশে ক্রিকেটারদের বেতন কত?
ভারতে বেতন
গ্রেড
বেতন
এ+
৭ কোটি টাকা
এ
৫ কোটি টাকা
বি
৩ কোটি টাকা
সি
১ কোটি টাকা
Advertisment
বাংলাদেশে বেতন
গ্রেড
বেতন
এ+
৮৬ লক্ষ ২৫ হাজার টাকা
এ
৬৯ লক্ষ টাকা
বি
৫১ লক্ষ ৭৫ হাজার টাকা
সি
৩৪ লক্ষ ৫০ হাজার টাকা
ভারতীয় ক্রিকেটারদের বেতন:
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করে বার্ষিক মাইনে দেয়:
গ্রেড এ+: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ এই ক্যাটাগরিতে রয়েছেন। তাঁদের বার্ষিক বেতন ৭ কোটি টাকা।
গ্রেড এ: হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল এই গ্রেডে আছেন। তাঁদের বার্ষিক বেতন ৫ কোটি টাকা।
গ্রেড বি: চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল এই গ্রেডে আছেন। তাঁদের বার্ষিক বেতন ৩ কোটি টাকা।
গ্রেড সি: উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কেএস ভরত এই গ্রেডে আছেন। তাঁদের বার্ষিক বেতন ১ কোটি টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন ক্রিকেটারকে যুক্ত করেছে। তাঁদের বেতন, ফরম্যাট এবং ক্যাটাগরির ভিত্তিতে নির্ধারিত করা হয়েছে। তিন ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে, টি-২০) অংশগ্রহণকারী ক্রিকেটাররা বিভিন্ন হারে বেতন পাচ্ছেন। উদাহরণস্বরূপ, নাজমুল হোসেন শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টে সাড়ে ৪ লক্ষ টাকা, ওয়ানডেতে ২ লক্ষ টাকা, টি-২০ ক্রিকেটে ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং অধিনায়কত্বের জন্য অতিরিক্ত ১ লক্ষ ২০ হাজার টাকা পাচ্ছেন। সব মিলিয়ে পাচ্ছেন মোট ৯ লক্ষ ১০ হাজার টাকা। সাকিব আল হাসানের মাসিক বেতন ৭ লক্ষ ৯০ হাজার টাকা। আর, মুশফিকুর রহিমের বেতন ৬ লক্ষ ৫০ হাজার টাকা।