Manish Pandey & Ashrita’s Relationship: সিনেমা ছেড়ে বিয়ে, এখন দূরত্ব! মণীশ পাণ্ডে ও অশ্রিতার সম্পর্কে ভাঙনের গুঞ্জন তুঙ্গে

Actress Ashrita Shetty and cricketer Manish Pandey’s relationship seems to be in trouble! They have unfollowed each other on social media and are no longer seen together. Read more. অভিনেত্রী অশ্রিতা শেঠি ও ক্রিকেটার মণীশ পাণ্ডের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন! তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন, আর একসঙ্গে দেখা যাচ্ছে না। বিস্তারিত পড়ুন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Manish Pandey and his Wife: সম্পর্কে চিড়?

Manish Pandey and his Wife: সম্পর্কে চিড়? (ছবি: মণীশ পাণ্ডে)

Manish Pandey & Ashrita Shetty’s Relationship in Trouble, Unfollow Each Other: ভারতীয় ক্রিকেটার মণীশ পাণ্ডে ও তাঁর অভিনেত্রী স্ত্রী আশ্রিতা শেঠির দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর সামনে এসেছে। দুজনেই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন এবং আর তাঁদের একসঙ্গে জনসমক্ষে দেখা যাচ্ছে না।

Advertisment

সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে নানা অস্থিরতা দেখা যাচ্ছে। কিছুদিন আগে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের খবর সামনে এসেছে। এরপর স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে, গত কয়েক বছর আগেই ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহান আলাদা হয়ে গেছেন।

এবার খবর এসেছে যে মণীশ পাণ্ডে ও তাঁর স্ত্রী অশ্রিতা শেঠির সম্পর্ক ভালো যাচ্ছে না। এই দম্পতি ২০১৯ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাঁরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অপরকে আনফলো করেছেন।

সম্পর্কে টানাপোড়েন! আলাদা হওয়ার পথে মণীশ ও অশ্রিতা?

Advertisment

সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, মণীশ পাণ্ডে ও অশ্রিতা শেঠির সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে। একসময় জাঁকজমকপূর্ণভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি এখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

মণীশ পাণ্ডে ভারতীয় ক্রিকেট দলের একজন দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কলকাতা নাইট রাইডার্স-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন এবং ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে বর্তমানে তিনি জাতীয় দলে নেই।

তাঁদের সম্পর্কের টানাপোড়েনের খবর আরও জোরদার হয়েছে, কারণ সম্প্রতি তাঁদের কোনও সোশ্যাল ইভেন্টে একসঙ্গে দেখা যায়নি। আগে শোনা গিয়েছিল, তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। সর্বশেষ রিপোর্ট অনুসারে, মণীশ এখন আর কাউকেই ফলো করছেন না।

অশ্রিতা শেঠি কে?

অশ্রিতা শেঠি পেশায় একজন দক্ষিণী অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে বোঝা যায় যে তিনি বর্তমানে 'মাউন্টেন ডোপামিন' উপভোগ করছেন— অর্থাৎ, পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করে মানসিক শান্তি খুঁজছেন। সম্প্রতি তিনি বরফে ঢাকা পাহাড়ে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গেছেন এবং একাধিক মনখারাপের ক্যাপশন দিয়েছেন।

এই দম্পতির মধ্যে দূরত্বের ইঙ্গিত আরও স্পষ্ট হওয়ার কারণ, তাঁরা তাঁদের বিয়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। যদিও তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর স্বীকার বা অস্বীকার করেননি। 

অন্যদিকে, মণীশ পাণ্ডে গত ৪০ সপ্তাহ ধরে ইনস্টাগ্রামে কোনও পোস্ট করেননি। একসময় জাতীয় দলে নিয়মিত খেলা এই ক্রিকেটার ২৯টি ওয়ানডে ও ৩৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। তবে গত কয়েক বছরে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি।

আরও পড়ুন- শাহরুখের নামেই যেটুকু সুবিধা, বাকিটা হাহাকার! তুর্কমেনিস্তানে ইস্টবেঙ্গলের অনুশীলনে চরম হতাশা

মণীশের সঙ্গে বিয়ের পর অশ্রিতা শেঠি সিনেমা জগত থেকে বিদায় নেন। তাঁদের সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবন সম্পর্কে তাঁরা কখনও সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু প্রকাশ করেননি। ২০১৯ সালের ২ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন, তবে বিয়ের আগেও নিজেদের প্রেমের সম্পর্ককে খুব গোপন রেখেছিলেন। 

cricket Cricket News Divorce Relationship Manish Pandey