Cricketers to travel in team bus: সম্প্রতি নির্দেশনামায় বিসিসিআই জানিয়েছে, খেলোয়াড়রা ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করতে পারবেন না। এবার কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে সেই নিয়ম কার্যকর হল। কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ডের মধ্যে টি২০ সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে। তার আগে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ১০-দফা আদেশ কার্যকর করা শুরু করে দিল। ইংল্যান্ডের বিরুদ্ধে শহরে খেলতে আসা ভারতীয় ক্রিকেটারদের টিম বাসে ভ্রমণ করতে হচ্ছে। কোনও ব্যক্তিগত যানবাহন তাঁরা ব্যবহার করতে পারছেন না।
সিএবি সভাপতি, স্নেহাশিস গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেছেন, 'খেলোয়াড়দের জন্য বিসিসিআই ১০ দফা নির্দেশিকা দিয়েছে। সেটা মেনেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পরিবহণের ব্যবস্থা করেছে। ভারতীয় দলের জন্য শুধুমাত্র একটি টিম বাসের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের কোনও ব্যক্তিগত যানবাহন থাকবে না। আমাদের নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে। সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে সমস্ত খেলোয়াড়দের ম্যাচ এবং অনুশীলন সেশনে দলের সঙ্গেই ভ্রমণ করতে হবে।'
২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের ফর্মে বড় মন্দা দেখা দিয়েছে। তারপরই বিসিসিআই ১০ দফা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, কিছু 'সুপারস্টার' তাঁদের পরিবারের সঙ্গে সফরে ব্যক্তিগত গাড়িতে ঘুরেছেন। তাতেই নিষেধাজ্ঞা আরোপ করেছে বিসিসিআই।
বিসিসিআই-এর সেই নির্দেশিকা বা এসওপি অনুসারে, 'সমস্ত খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলনে পুরো সময় থাকতে হবে। দলের সঙ্গে ভ্রমণ করতে হবে। এই নিয়ম দলে দৃঢ়তা এবং ঐক্য আনবে।' সেই অনুযায়ী ভারতীয় দল নির্ধারিত টিম বাসে ইডেন গার্ডেনে যাতায়াত করছে। প্রধান কোচ গৌতম গম্ভীর, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা সকলেই একই নিয়ম মানছেন।
আরও পড়ুন- 'ক্রিকেটের চেয়ে কেউ বড় না, ঘরোয়া ক্রিকেট খেল!' কোহলিদের পরামর্শ যোগরাজের
ভারতীয় দল ২০২৫ সালে ইডেনেই তাদের প্রথম সাদা বলের সিরিজে খেলবে। এই সিরিজে ইংল্যান্ডের সঙ্গে ৫ টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পাশাপাশি ৩টি ওডিআই সিরিজেও খেলবে। ২২ জানুয়ারি প্রথম টি২০ ম্যাচ হবে। আসন্ন ম্যাচগুলো ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে নিয়েছে।