Yograj Singh urges Kohli-Rohit: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং ক্রিকেট তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। এই সিনিয়র ক্রিকেটার জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ পর্যন্ত কোনও ঘরোয়া ম্যাচ খেলবেন না। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সাম্প্রতিক টেস্ট সিরিজ হারের পর খেলোয়াড়দের নতুন নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, জাতীয় দলের ম্যাচ না থাকলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক।
যোগরাজ এই নতুন নিয়ম সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। তাঁর সোজা কথা, খেলার চেয়ে কেউ বড় নয়। তিনি এই প্রসঙ্গে কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস এবং স্যার ডন ব্র্যাডম্যানেরও উদাহরণ দিয়েছেন। যোগরাজ বলেছেন, রিচার্ডস এবং ব্র্যাডম্যানও ক্রিকেটের চেয়ে বড় নন। জাতীয় দলের ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া তাই সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব।
যোগরাজের কথায়, 'কেউ কখনই খেলার চেয়ে বড় না। ভিভ রিচার্ডস বা ডন ব্র্যাডম্যানও না। ওঁরা কখনই ক্রিকেটের চেয়ে বড় ছিলেন না এবং কেউ সেটা হতেও পারবে না। তাই ওঁদের উচিত ট্যুর থেকে ফিরে এসে ঘরোয়া ক্রিকেট খেলা। যখন টেস্ট খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে খেলে, তখন তাঁদের সঙ্গে খেলা বাকি নতুন ক্রিকেটাররা অনেকটা আত্মবিশ্বাস পায়।'
আরও পড়ুন- সম্ভাবনায় সিলমোহর! পন্থকেই নেতা বাছল লখনউ সুপার জায়ান্টস
এই প্রসঙ্গে যোগরাজ তাঁর নিজের ছেলে যুবরাজ সিংয়ের উদাহরণও টেনেছেন। তিনি বলেছেন, যুবরাজ যখনই দলের বাইরে থাকতেন, ঘরোয়া ক্রিকেট খেলতন। যোগরাজ বলেন, 'যখনই যুবি (যুবরাজ সিং) ভারতীয় দলে থাকত না, ও রঞ্জি ট্রফিতে খেলব। দল যখন কোনও টুর্নামেন্টে খেলছে না, সেই সময় ও এটাই করত। সুতরাং, আমি মনে করি বিরাট কোহলিই হোক বা রোহিত শর্মা, জাতীয় দলের খেলা না থাকলে যেন ওঁরা ঘরোয়া ক্রিকেট খেলে। খেলোয়াড়দের সব সময় ফিট থাকা উচিত। নেটে অনুশীলন আর মাঠে খেলার মধ্যে অনেক পার্থক্য।'