রাত পোহালেই রাশিয়ায় রণক্ষেত্র। ফুটবলের শ্রেষ্ঠ ইভেন্টের শুভসূচনা। বিশ্বকাপ ঘিরে পৃথিবীজুড়ে উন্মাদনার পারদ উর্ধ্বমুখী। স্বাভাবিক ভাবেই টুইটারেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। গত এক বছর ধরেই কিন্তু এই মাইক্রো ব্লগিং সাইট বিশ্বকাপ ফিভারে আক্রান্ত। আলাপ আলোচনা থেকে শুরু করে তথ্য-পরিসংখ্যান। বিশ্বকাপের সব উপাদানই মজুদ সেখানে।
বেছে নেওয়া হয়েছে গতবছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ সংক্রান্ত টুইটে সবচেয়ে আলোচিত অ্যাথলিট, টিম এবং দেশের নাম। 'দ্য মোস্ট মেনশনড অ্য়াথলিটস ইন ওয়ার্ল্ড কাপ রিলেটেড টুইটস'-এ আর্জেন্তাইন রাজপুত্র লিওনেল মেসিকে হারিয়ে এক নম্বর জায়গাটা ছিনিয়ে নিয়েছেন পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বিশ্বকাপ সংক্রান্ত টুইটে সবচেয়ে আলোচিত অ্যাথলিট:
১) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (@Cristiano)
২) লিওনেল মেসি
৩) মহম্মদ সালাহ ( @MoSalah)
৪) ফিলিপ কুটিনহো
৫) পল পোগবা (@paulpogba)
৬) অ্যালেক্সিস স্যাঞ্চেজ (@Alexis_Sanchez)
৭) রোমেলু লুকাকু (@RomeluLukaku9)
৮) কিলিয়ান এমবাপে (@KMbappe)
৯) জিয়ানলুইজি বুফোঁ (@gianluigibuffon)
১০) আন্দ্রেস ইনিয়েস্তা (@andresiniesta8)
আরও পড়ুন: FIFA WORLD CUP 2018: মেসি-রোনাল্ডোর রক্তে ভেসে যাবে রাশিয়ার মাঠ, হুমকি দিল আইএস
বিশ্বকাপ ড্র-এর পর থেকে টুইটারে সবচেয়ে আলোচিত দেশ:
১) জাপান (@JFA)
২) ইউনাইটেড স্টেটস (@ussoccer)
৩) আর্জেন্তিনা (@Argentina)
৪) মেক্সিকো (@miseleccionmx; @miseleccionmxEN)
৫) ফ্রান্স (@equipedefrance; @FrenchTeam)
৬) জার্মানি (@DFB_Team_EN; @DFB_Team)
৭) ব্রাজিল (@CBF_Futebol)
৮) স্পেন (@SeFutbol)
৯) পেরু (@SeleccionPeru)
১০) চিলি (@LaRoja)
সবচেয়ে বেশি বিশ্বকাপ সংক্রান্ত টুইট করেছে যে দেশগুলি:
১) জাপান
২) সৌদি আরব
৩) ব্রাজিল
৪) ফ্রান্স
৫) ইউনাইটেড স্টেটস
৬) আর্জেন্তিনা
৭) মেক্সিকো
৮) ইউনাইটেড কিংডম
৯) কোরিয়া
১০) স্পেন