scorecardresearch

ফের সুপারফ্লপ CR7! রোনাল্ডোর সামনেই ১-৩ গোলে বিধ্বস্ত হয়ে সুপার কাপ থেকে বিদায় নাসেরের

ফের হতাশা রোনাল্ডোর, ম্যাচে কোনও প্রভাবই ফেলতে পারলেন না

ফের সুপারফ্লপ CR7! রোনাল্ডোর সামনেই ১-৩ গোলে বিধ্বস্ত হয়ে সুপার কাপ থেকে বিদায় নাসেরের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের অভিযান মোটেই সুখের হচ্ছে না। প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করেছিলেন। তবে সৌদি লিগের প্ৰথম ম্যাচে রোনাল্ডো সুপারফ্লপ হয়েছিলেন। তবে রোনাল্ডোর ব্যর্থতা সত্ত্বেও দল জিতেছিল।

সৌদি সুপার কাপে অবশ্য আরও বড় বিপর্যয়। রোনাল্ডো খেলতে নেমেছিলেন সৌদি সুপার কাপের সেমিফাইনালে। প্রতিপক্ষ ছিল আল ইত্তিহাদ। সেই ম্যাচেও রোনাল্ডো ফের ব্যর্থ। সেই সঙ্গে আল নাসেরও হেরে ছিটকে গেল সুপার কাপের সেমিফাইনাল থেকে।

আরও পড়ুন: চুলোয় যাক মেসি-নেইমার, রোনাল্ডোর সতীর্থকে চাই-ই চাই! PSG-র কাছে বায়নায় অস্থির এমবাপে

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা গোটা ম্যাচে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিলাম। তবে জালে বল জড়াতে পারেননি। বেশিরভাগ সময়ই ইত্তিহাদের ডিফেন্স ঠান্ডা রাখল তাঁকে।

প্রথমার্ধেই আল নাসের দু-গোল হজম করে ফেলেছিল। আল ইত্তিহাদের হয়ে গোল করে যান রোমারিনহো এবং আব্দেররাজ্জাক হামদাল্লা। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসেরের হয়ে একটি গোলশোধ করেন আন্ডারসন তালিস্কা। তবে তা-ও নাসেরকে ম্যাচে ফেরানোর জন্য যথার্থ ছিল না। সংযোজিত সময়ে ইত্তিহাদের হয়ে মুহান্নাদ আল শনকিতি তৃতীয় গোল করে যান।

সৌদি সুপার কাপের অভিযানে ব্যর্থ হওয়ার পর আল নাসের আপাতত প্রো লিগে পরের ম্যাচে নামবে ফেব্রুয়ারির ৩ তারিখে। প্রতিপক্ষ আল ফতেহ।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo disappoints again al nassr knocked out of saudi super cup after defeat against al ittihad