চুলোয় যাক মেসি-নেইমার, রোনাল্ডোর সতীর্থকে চাই-ই চাই! PSG-র কাছে বায়নায় অস্থির এমবাপে

রোনাল্ডোর দেশজ সুপারস্টার কে নেওয়ার জন্য উঠেপড়ে লাগলেন এমবাপে

চুলোয় যাক মেসি-নেইমার, রোনাল্ডোর সতীর্থকে চাই-ই চাই! PSG-র কাছে বায়নায় অস্থির এমবাপে

পিএসজিতে বিশ্বকাপের পরেই আচমকা গুরুত্ব বেড়ে গিয়েছে কিলিয়ান এমবাপে। হঠাৎ করেই মেসি-নেইমারকে ব্রাত্য করে সহ অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এমবাপের হাতে। প্রেসলে কিম্পেমবে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে ইনজুরির কারণে। তাঁর অনুপস্থিতিতে এমবাপেকে ভাইস ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ গ্যালতিয়ের।

এমনিতেই মেসি পিএসজিতে সন্তুষ্ট নন। চলতি সিজন শেষেই পিএসজির সঙ্গে চুক্তি খতম হয়ে যাচ্ছে মহাতারকার। তবে ইউরোপীয় প্রচারমাধ্যম সূত্রের খবর, মেসি মোটেই চুক্তি নবীকরণের পথে হাঁটবেন না। দলে ক্রমবর্ধমান এমবাপের দাপটে অসন্তুষ্ট সদ্য বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। নেইমারকেও মরশুম শেষে বিক্রি করার পথে হাঁটছে প্যারিসের ক্লাবটি।

আরও পড়ুন: আর্জেন্টিনা দল বেয়াদপে ভর্তি! এমবাপের পাশে দাঁড়িয়ে মেসিদের ধুয়েমুছে সাফ করলেন এবার ইব্রা

ঘটনা হল, মেসি-নেইমার না থাকলেও হেলদোল নেই এমবাপের। ফরাসি বিশ্বকাপ জয়ী সুপারস্টার সতীর্থ হিসাবে পেতে চাইছেন ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা পর্তুগিজ তারকা বার্নার্ড সিলভাকে। স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ জানিয়ে দিয়েছেন চলতি সিজন শেষেই ইত্তিহাদ ক্লাব ছাড়তে চলেছেন পাঁচ তারকা। এদের মধ্যে রয়েছেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ বার্নার্ড সিলভা-ও।

এমনিতে বেশ কিছুদিন ধরেই সিলভার ওপর নজর রাখছে পিএসজি এবং বার্সেলোনা। দুই ক্লাবের তরফে একাধিকবার প্রস্তাবও দেওয়া হয়েছিল সিলভাকে। তবে তিনি ম্যান সিটিতেই খেলার জন্য মনস্থির করেছেন। তবে এবার পরিস্থিতি আলাদা। পেপ গুয়ার্দিওলার সঙ্গে বার্নার্ড সিলভার সম্পর্ক আর আগের মত নেই। ক্যাপ্টেন ইকে গুণ্ডেগান, কাইল ওয়াকার, জোয়াও ক্যানসেলো এবং আইমেরিক লাপোর্তে একসঙ্গে ক্লাব ছাড়তে বলেন জানিয়ে দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ।

আরও পড়ুন: মেসি-নেইমার নন, PSG-র নতুন ভাইস ক্যাপ্টেন এমবাপেই! পদ হারিয়ে ফুঁসে উঠলেন ফরাসি ডিফেন্ডার

এমনিতে সিটির সঙ্গে সিলভার চুক্তি রয়েছে জুনের ২০২৫ পর্যন্ত। তবে অনিচ্ছুক ফুটবলারকে সবসময় ছেড়ে দেওয়ার দর্শনে বিশ্বাসী পেপ গুয়ার্দিওলা। এমন অবস্থায় সিটির তরফে পিএসজির কাছে বিক্রি করে দেওয়া হয় পারে সিলভাকে। আর সিলভাকে নেওয়ার জন্য ক্লাবের কাছে আবদার করেছেন স্বয়ং এমবাপে।

কিলিয়ান এমবাপে এবং সিলভা দুজনে একসঙ্গে দুই মরশুম (২০২৫/১৬, ২০১৬/১৭) খেলেছেন মোনাকোয়। ফ্রান্সের ক্লাবে ৪৪ টি ম্যাচ একসঙ্গে খেলেছেন। দুজনে একত্রে ছয়টি গোলে অবদান রেখেছেন।

পুরোনো বন্ধুকে পিএসজিতে সই করাতে এবার উঠেপড়ে লাগলেন বিশ্বকাপের গোল্ডেন বুট প্রাপক।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kylian mbappe asks psg to start move for man city star bernardo silva

Next Story
খিচুড়ি-বেগুনভাজায় মেয়েকে নিয়ে বাগদেবীর আরাধনা! শামিকে হারিয়ে সেলিব্রেশনের পুজো হাসিনের ফ্ল্যাটেই
Exit mobile version