Top 5 Records by Lionel Messi: এই জন্যই তিনি ফুটবল দুনিয়ার G.O.A.T, মেসির এই ৫ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব!

Lionel Messi Goals: দুর্দান্ত পারফরম্য়ান্স, অসাধারণ টেকনিক এবং গোল করার সপ্রতিভ ক্ষমতার দৌলতে অসংখ্য রেকর্ড কায়েম করেছেন লিওনেল মেসি। এরমধ্যে বেশ কয়েকটি রেকর্ড আবার ভাঙা প্রায় অসম্ভব।

Lionel Messi Goals: দুর্দান্ত পারফরম্য়ান্স, অসাধারণ টেকনিক এবং গোল করার সপ্রতিভ ক্ষমতার দৌলতে অসংখ্য রেকর্ড কায়েম করেছেন লিওনেল মেসি। এরমধ্যে বেশ কয়েকটি রেকর্ড আবার ভাঙা প্রায় অসম্ভব।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi Records

লিওনেল মেসির সেরা ৫ রেকর্ড

Lionel Messi Top 5 Records: লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবল বিশ্বকে এই নামটার সঙ্গে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। দুর্দান্ত পারফরম্য়ান্স, অসাধারণ টেকনিক এবং গোল করার সপ্রতিভ ক্ষমতার দৌলতে অসংখ্য রেকর্ড কায়েম করেছেন তিনি। এরমধ্যে বেশ কয়েকটি রেকর্ড আবার ভাঙা প্রায় অসম্ভব।

Advertisment

গোল করার প্রসঙ্গই হোক কিংবা পুরস্কারের পরিসংখ্যান, মেসি নিজের ফুটবল কেরিয়ারে একাধিক রেকর্ড কায়েম করেছেন। এই সাফল্য ফুটবল সমর্থকদের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আসুন এমনই পাঁচটি রেকর্ড নিয়ে আলোচনা করা যাক।

Lionel Messi: 'আরও একটি সন্তান চাই...', অপূর্ণ ইচ্ছার কথা জানালেন মেসি

সর্বাধিক ব্যালন ডি'অর খেতাব - ৮

Advertisment

Lionel Messi Records (1)

লিওনেল মেসি এখনও পর্যন্ত ৮ বার ব্যালন ডি'অর খেতাব জয় করেছেন। এই পুরস্কার ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের দেওয়া হয়। সবথেকে বড় কথা, মেসি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে তিনটে ব্যালন ডি'অর খেতাব বেশি জয় করেছেন।

Lionel Messi Visit In India: অক্টোবরেই ভারতে আসছেন মেসি, খেলবেন প্রদর্শনী ম্যাচও

সর্বাধিক লা লিগা অ্যাসিস্ট - ১৯২

Lionel Messi Records (2)

লিওনেল মেসি স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা-য় ১৯২ অ্যাসিস্ট করেছেন। এর অর্থ হল, তিনি দলের সতীর্থ ফুটবলারদের গোল করতে সবচেয়ে বেশিবার সাহায্য করেছেন। কোনও কোনও খেলোয়াড় অ্যাসিস্ট করেন, তার অর্থ হল সেই ফুটবলারকে প্রতিপক্ষের যাবতীয় ডিফেন্স চুরমার করে পাস বাড়াতে হয়, যাতে সেই সতীর্থ সহজে গোল করতে পারেন। ফুটবল বিশ্বের অপর কিংবদন্তী জাভি ১২৯ অ্যাসিস্ট করেছেন। কিন্তু, জাভির তুলনায় মেসি অনেকটাই এগিয়ে রয়েছেন। অর্থাৎ, মেসি শুধুমাত্র নিজেই গোল করেননি, সতীর্থ ফুটবলারদের গোল করতেও সাহায্য করেছেন।

Lionel Messi: মোহনবাগানকে অভিনন্দন জানিয়ে চমকে দিলেন লিওনেল মেসি!

এক লা লিগা মরশুমে সর্বাধিক গোল

Lionel Messi Records (3)

২০১১-১২ ফুটবল মরশুমে লিওনেল মেসি ৫০ গোল করেছিলেন। এটা অবশ্যই একটি বিশাল বড় রেকর্ড। এই রেকর্ড আদৌ ভাঙা সম্ভব হবে কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। ২০১৪-১৫ মরশুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪৮ গোল করেছিলেন। কিন্তু, তিনি মেসির ৫০ গোলের রেকর্ড ভাঙতে পারেননি।

Lionel Messi fined: সহকারী কোচের গলা ধরে ঝাঁকানি, MLS-এ বড় শাস্তির মুখে মেসি, দেখুন ভিডিও

সর্বাধিক লা লিগা গোল

Lionel Messi Records (4)

লা লিগায় মেসি মোট ৪৭৪ গোল করেছেন। এটা অবশ্যই একটি মহান কীর্তি। এই রেকর্ডের নিরিখে প্রিমিয়ার লিগে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে অ্যালেন শিয়ারারের কাছে। তাও মাত্র ২৬০ গোলের রেকর্ড। বিশ্বের যে কোনও ফুটবল লিগের নিরিখে মেসির এই রেকর্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক গোল - ৯১

Lionel Messi Records (5)

২০১২ সালে মেসি গোটা এক বছরে মোট ৯১ গোল করেছিলেন। এটা অবশ্যই একটি বিশেষ রেকর্ড। অন্য কোনও ফুটবলার এই রেকর্ডের আশপাশেও দাঁড়াতে পারেননি। ১৯৭২ সালে গার্ড মুলার ৮৫ গোল করেছিলেন। তিনি আপাতত এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

Lionel Messi