scorecardresearch

মেসির নামে রোনাল্ডোকে ক্ষেপালেন এবার সৌদি সমর্থকরা, হারের বিপর্যয়ে বেনজির ফ্যাসাদে CR7, দেখুন ভিডিও

সময়টা একদমই ভালো যাচ্ছে না রোনাল্ডোর, এবার মেসির নাম করে খোঁটা শুনলেন সৌদিতে

মেসির নামে রোনাল্ডোকে ক্ষেপালেন এবার সৌদি সমর্থকরা, হারের বিপর্যয়ে বেনজির ফ্যাসাদে CR7, দেখুন ভিডিও

সৌদি আরবে গিয়ে সময়টা একদমই ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রদর্শনী ম্যাচে পিএসজির বিরুদ্ধে জোড়া গোল করলেও প্রো লিগের অভিষেক এবং সৌদি সুপার কাপে দুই ম্যাচেই টানা ব্যর্থ হলেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে রোনাল্ডো আল নাসেরের জার্সিতে খেলতে নেমেছিলেন আল ইত্তিহাদের বিপক্ষে। সেই ম্যাচেও হেরে ছিটকে গেল রোনাল্ডোর সৌদি র ক্লাব।

এরপরেই আল ইত্তিহাদ ক্লাবের সমর্থকদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ইত্তিহাদ সমর্থকদের শোনা যাচ্ছে প্রবল প্রতিপক্ষ মেসির নাম করে খোঁচা দিতে, রোনাল্ডোকে। হারের পর যখন ড্রেসিংরুমে ফিরছেন সিআরসেভেন। সেই সময় সমর্থকদের চিৎকার, “মেসি, মেসি, মেসি..”।

সৌদিতে ক্লাবের জার্সিতে খেলতে নামার পর এই প্ৰথমবার রোনাল্ডো হার হজম করলেন। আল নাসের ১-৩ গোলে বিধ্বস্ত হল আল ইত্তিহাদের কাছে।

আরও পড়ুন: মধুমিতা আগেই ‘মেরে’ ফেলেছিলেন! এবার ভিনিসিয়াসের পুতুলকে দড়ি বেঁধে ঝোলাল মাদ্রিদ

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা গোটা ম্যাচে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিলাম। তবে জালে বল জড়াতে পারেননি। বেশিরভাগ সময়ই ইত্তিহাদের ডিফেন্স ঠান্ডা রাখল তাঁকে।

প্রথমার্ধেই আল নাসের দু-গোল হজম করে ফেলেছিল। আল ইত্তিহাদের হয়ে গোল করে যান রোমারিনহো এবং আব্দের রাজ্জাক হামদাল্লা। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসেরের হয়ে একটি গোলশোধ করেন আন্ডারসন তালিস্কা। তবে তা-ও নাসেরকে ম্যাচে ফেরানোর জন্য যথার্থ ছিল না। সংযোজিত সময়ে ইত্তিহাদের হয়ে মুহান্নাদ আল শনকিতি তৃতীয় গোল করে যান।

আরও পড়ুন: চুলোয় যাক মেসি-নেইমার, রোনাল্ডোর সতীর্থকে চাই-ই চাই! PSG-র কাছে বায়নায় অস্থির এমবাপে

আল নাসেরে অভিষেকের পর এই নিয়ে টানা দুটো ম্যাচে গোল পেলেন না মহাতারকা। সৌদি সুপার কাপের অভিযানে ব্যর্থ হওয়ার পর আল নাসের আপাতত প্রো লিগে পরের ম্যাচে নামবে ফেব্রুয়ারির ৩ তারিখে। প্রতিপক্ষ আল ফতেহ। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে সৌদি প্রো লিগের শীর্ষে আপাতত আল নাসের।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo taunted by saudi arabia al nassr fans lionel messi super cup ittihad