বুধবার রাতে ম্যাচের ২৫ মিনিটে ২৫ গজ দূর থেকে বিশ্বমানের ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন। ২০১৮ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে দেশের জার্সিতে শেষ গোল করেছিলেন সিআর সেভেন। এরপর পর্তুগালের হয়ে খেলা শেষ চার ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এই গোলেই সেই ফাড়া কাটল। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে সুইজারল্যান্ড ভিএআর প্রযুুক্তির সাহায্যে পেনাল্টি আদায় করে নেয়। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। রিকার্ডো রডরিগেজের গোলে খেলায় সমতায় ফেরে সুইসরা।
— The Tactical Times (@Tactical_Times) June 5, 2019
যদিও ম্যাচের শেষটায় একাই আগুন জ্বালালেন রোনাল্ডো ৮৮ থেকে ৯০ মিনিটের মধ্যে আরও দু'টি গোল করেন রোনাল্ডো। নিজের হ্যাটট্রিকের সঙ্গেই পর্তুগালকে তোলেন ফাইনালে। এই প্রথমবার উয়েফা এই নতুন টুর্নামেন্টে চালু করেছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে আরও বেশি অর্থবহ ম্যাচ করার জন্যই এই টুর্নামেন্টের ভাবনা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।