সৌদি আরবে আল নাসেরের জার্সিতে এখনও মাঠেই নামেননি। তার আগেই রেকর্ড গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার নাসের-উন্মোচন দৃশ্য বিশ্বকাপ ফাইনালের থেকেও বেশি দর্শক দেখেছেন। এমনটাই বলা হল এবার।
স্প্যানিশ সাংবাদিক পেদ্রো সেপুলভেদা জানিয়েছেন, রোনাল্ডোর আল-নাসের আবির্ভাব দৃশ্য ৪০টি আলাদা আলাদা চ্যানেলে দেখেছেন ৩ বিলিয়ন দর্শক। তিনি জানাচ্ছেন, আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ যদি এই ৪০টি চ্যানেলে সম্প্রচারিত হলেও দর্শকসংখ্যা পেরোতে পারত না রোনাল্ডোর ইভেন্টের ভিউয়ারশিপ সংখ্যাকে।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ খেলবে এবার ভারত-ও! কিংবদন্তি ওয়েঙ্গারের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের ফুটবল
আল নাসেরে যোগ দিয়েও এখনও ক্লাবের জার্সিতে মাঠে নামা হয়নি সুপারস্টারের। শুক্রবার আল নাসেরের ম্যাচে রোনাল্ডোকে দেখা গিয়েছিল ভিআইপি বক্সে। ম্যাচে নাসের জেতে ২-০ ব্যবধানে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময় এভার্টন সমর্থকের ফোন কেড়ে নেওয়ায় রোনাল্ডোকে ২ ম্যাচ সাসপেন্ড করেছিল এফএ। সেই নিষেধাজ্ঞা বহাল থাকার কারণে রোনাল্ডো আল নাসেরের প্ৰথম ম্যাচে নামতে পারেননি।
রোনাল্ডো বিতর্কিতভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হওয়ার পর সৌদি আরবের আল নাসেরে নাম লিখিয়েছেন। ২০২৫ পর্যন্ত আরবের ক্লাবের সঙ্গে চুক্তি হয়েছে পর্তুগিজ মহাতারকার। বার্ষিক ৭৫ মিলিয়ন ডলার আয় করবেন তিনি। সেই হিসাবে বিশ্বের বর্তমানে হায়েস্ট পেড ফুটবলার তিনি।ফিফার নিয়ম অনুযায়ী, কোনও সংস্থার তরফে যদি চার ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়, তাহলে সেই নির্বাসন নতুন সংস্থাকেও কার্যকর করতে হবে।
আরও পড়ুন: এমবাপের দেশেই সর্বসেরার স্বীকৃতি মেসিকে! পঞ্চম ফুটবলার হিসাবে বিরল কীর্তি বিশ্বচ্যাম্পিয়নের
যাইহোক, আল তাই ম্যাচ বৃহস্পতিবার খেলার কথা ছিল। তবে ভারি বৃষ্টির কারণে সেই ম্যাচ ২৪ ঘন্টা পিছিয়ে যায়। জানুয়ারির ১৪ তারিখ আল নাসেরের দ্বিতীয় ম্যাচ রয়েছে রিয়াধের প্রতিপক্ষ ক্লাব আল শাবাবের বিরুদ্ধে। সেই ম্যাচেও দেখা যাবে না রোনাল্ডোকে। জানুয়ারির ২২-এ সৌদির ক্লাবের জার্সিতে প্ৰথমবার মাঠে নামবেন তিনি। মরশুল পার্কে প্রতিপক্ষ আল ইত্তেফাক।