CSK Coach Stephen Fleming Explains MS Dhoni’s Late Batting Position in IPL 2025: “He Can’t Bat 10 Overs Running Full Stick”: চেন্নাই সুপার কিংস (CSK) এর প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং দাবি করলেন যে, মহেন্দ্র সিং ধোনি আর আগের মত টানা ১০ ওভার ব্যাটিং করতে পারেন না। আইপিএলে উইকেটরক্ষক হিসেবে ধোনি যেভাবে ক্ষিপ্রতার পরিচয় দিয়েছেন, তাতে তাজ্জব হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া। বিশেষজ্ঞদের অনেকেই দাবি করেছেন যে, ধোনির ব্যাটিং অর্ডারে গন্ডগোল রয়েছে। তাঁকে আরও আগে ব্যাট করতে নামানো উচিত। তাতে সিএসকেই লাভবান হবে। আর, বেশি রান তুলতে পারবে চেন্নাই সুপার কিংস। এই প্রসঙ্গে এতদিন চুপ থাকলেও, এবার মুখ খুললেন সিএসকে কোচ।
এই ব্যাপারে স্টিফেন ফ্লেমিং দলের সমর্থকদের জানিয়েছেন যে মহেন্দ্র সিং ধোনি আর আগের মতো ৯ম বা ১০ম ওভারে ব্যাটিংয়ে নামবেন না। IPL 2025-এ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮৩ রান তাড়া করতে নেমে ধোনি ১১ বলে মাত্র ১৬ রান করেছেন। CSK এই ম্যাচে মাত্র ৬ রানে হেরে গিয়েছে। তবে রাজস্থানের বিপক্ষে ম্যাচে ধোনি তুলনামূলকভাবে ভালো ব্যাটিং করেছেন। ওই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি ৯ নম্বরে খেলতে নেমেছিলেন।
রাজস্থান রয়্যালসের কাছে পরাজয়ের পর, CSK কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন যে রীতিমতো সিদ্ধান্ত নিয়েই দল ধোনির ব্যাটিং পজিশন ঠিক করেছে। এই প্রসঙ্গে ফ্লেমিং বলেন, 'এটা সময়ের ব্যাপার। ধোনি নিজেই সেটা মেনে নিয়েছে। ওঁর শরীর আর হাঁটু, আগের মত নেই। ও এখনও মুভ করছে ঠিকই, কিন্তু ওঁর পক্ষে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করা কঠিন। ও টানা ১০ ওভারও ব্যাট করতে পারবে না। তাই ম্যাচ পরিস্থিতির ওপর নির্ভর করে ওঁকে নামানো হয়। আজকের মতো যদি ম্যাচ ব্যালেন্সে থাকে, তাহলে ও একটু আগে নামবে। তাছাড়া ও দলের অন্যান্য ব্যাটসম্যানদেরও সুযোগ দিতে ভালোবাসে। তাই এটা ব্যালেন্সের ব্যাপার।'
ধোনি রাজস্থানের বিরুদ্ধে যখন মাঠে নামেন যখন CSK-র জেতার জন্য ২৫ বলে ৫৪ রান প্রয়োজন ছিল। RCB-এর বিরুদ্ধে, CSK যখন একই ওভারে পঞ্চম ও ষষ্ঠ উইকেট হারায়, তখন জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে ধোনির আগে পাঠানো হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। যা নিয়ে ক্রিকেট বিশ্লেষক তথা প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছিলেন, 'RCB-এর বিরুদ্ধে ম্যাচে ধোনির আগে অশ্বিনকে ব্যাটিং করতে পাঠানো ঠিক হয়নি।'
আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ, ফ্রিতে কোথায় দেখবেন?
ফ্লেমিং ধোনির গুরুত্ব বোঝাতে গিয়ে এই প্রসঙ্গে বলেন, 'আমি আগেও বলেছি, ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওঁর নেতৃত্ব এবং উইকেটকিপিং খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা ওঁকে ৯-১০ ওভারেই ব্যাটিং করার জন্য নামাতে চাই না। ও কখনওই এত আগে ব্যাটিং করেনি। সাধারণত ১৩-১৪ ওভার পর ও মাঠে নামার জন্য তৈরি হয়, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়।'