IPL 2025 MI vs KKR Live Cricket Score & Streaming: How to Watch Mumbai Indians vs Kolkata Knight Riders Match Online? আজ, ৩১ মার্চ- মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর এবারের আইপিএলে এই প্রথমবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এমআইয়ের বিরুদ্ধে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবারের আইপিএলে একটি ম্যাচে জয়ী হয়েছে। হেরেছেও একটি ম্যাচে। আর, পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স পরপর দুটো ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের বিরুদ্ধে হেরেছে।
কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বরাবরই ভালো। দু'দল এখনও পর্যন্ত ৩৪টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বই জিতেছে ২৩টি ম্যাচে। আর, কেকেআর জিতেছে কেবল ১১টি ম্যাচে। তবে, গতবার এমআই তালিকায় একদম শেষ স্থানে থেকে দৌড় শেষ করেছে। এবার এখনও পর্যন্ত তারা এক পয়েন্টও পায়নি। সেই কারণে সোমবার কেকেআরকে হারিয়ে পয়েন্ট পাওয়ার লক্ষ্যে ঝাঁপাবে মুম্বই।
এমআই পেসার জসপ্রীত বুমরা লোয়ার ব্যাক ইনজুরিতে ভুগছেন। তাঁর চোট এখনও সারেনি। ফলে, কেকেআর ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে, কেকেআর অলরাউন্ডার সুনীল নারিন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তাঁকে সেই কারণে এই ম্যাচে পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের হয়ে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নারিন খেলেছিলেন। কিন্তু, তিনি অসুস্থতার জন্য গুয়াহাটিতে কেকেআরের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলেননি।
এখানে MI বনাম KKR, IPL 2025 লাইভ স্ট্রিমিংয়ের বিবরণ:
MI বনাম KKR IPL 2025 ম্যাচ কবে হবে?
MI বনাম KKR IPL 2025 ম্যাচ আয়োজিত হবে সোমবার, ৩১ মার্চ। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ নাগাদ এবং টস হবে সন্ধ্যা ৭:০০ টায়।
MI বনাম KKR IPL 2025 ম্যাচ কোথায় হবে?
MI বনাম KKR IPL 2025 ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে।
কোন চ্যানেলে MI বনাম KKR IPL 2025 ম্যাচ সম্প্রচারিত হবে?
MI বনাম KKR IPL 2025 ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে Star Sports Network-এ।
কোথায় MI বনাম KKR IPL 2025 ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে?
MI বনাম KKR IPL 2025 ম্যাচটি JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি স্ট্রিমিং করা হবে।
MI বনাম KKR IPL 2025 স্কোয়াড:
মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians):
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রবিন মিনজ, রায়ান রিকেলটন (উইকেটকিপার), শ্রীজিত কৃষ্ণন (উইকেটকিপার), বেভন জ্যাকবস, তিলক ভার্মা, নমান ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, বিগনেশ পুথুর, করবিন বোশ, ট্রেন্ট বোল্ট, করণ শর্মা, দীপক চাহার, অশ্বিনী কুমার, রিস টপলি, ভিএস পেনমেটসা, অর্জুন তেন্ডুলকর, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন- 'সবাই পছন্দের পিচ চায়,' রাহানের পাশে দাঁড়িয়ে ইডেনের বিতর্কে ঘি ঢাললেন পণ্ডিত
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders):
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, অংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আনরিখ নর্তজে, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকুল রায়, লুভনিথ সিসোদিয়া, চেতন সাকারিয়া, রহমানউল্লাহ গুরবাজ, মায়াঙ্ক মার্কণ্ডে, রভম্যান পাওয়েল, মইন আলি।