Advertisment

CSK recruit Shreyas Gopal takes hat-trick: নিলামে কিনেছে CSK, হার্দিক-ক্রুনালকে ০ রানে আউট সহ বিস্ফোরক হ্যাটট্রিক তারকার! ঝলসে গেল SMAT

Syed Mushtaq Ali Trophy: আইপিএল নিলামে সিএসকে বড়সড় টাকা খরচ করে কর্ণাটকি লেগ স্পিনারকে কিনেছিল। তিনিই এবার ফুল ফোটালেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shreyas Gopal hat-trick

Shreyas Gopal hat-trick in Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হ্যাটট্রিক শ্রেয়স গোপালের (স্ক্রিনগ্র্যাব জিও সিনেমা)

CSK recruit Shreyas Gopal takes hat-trick in Syed Mushtaq Ali Trophy: কয়েকদিন আগেই আইপিএল নিলামে শ্রেয়স গোপালকে তুলে নিয়েছে সিএসকে। সেই শ্রেয়সই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আগুন ঝরানো বোলিং করলেন। কর্ণাটকের লেগ স্পিনার বরোদার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বসলেন।

Advertisment

নিজের স্পেলের দ্বিতীয় ওভারেই তাঁর নামের পাশে লেখা হয়ে গেল হ্যাটট্রিক। হ্যাটট্রিক সহ চার উইকেট নিলেও দলের পরাজয় আটকাতে পারলেন না তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে কর্ণাটক এবং বরোদা মুখোমুখি হয়েছিল গ্রুপ বির ম্যাচে। সেই ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই জাত চিনিয়ে যান গোপাল।

ওভারের প্ৰথম তিন বলেই পরপর আউট করে বসেন তিনি। বরোদার ওপেনার শাশ্বত রাওয়াত দারুণ ফর্মে ছিলেন। ৬৩ রানে ব্যাট করছিলেন। তবে তারপরেই বিপর্যয়। শাশ্বত তো বটেই টানা শ্রেয়সের শিকারের তালিকায় নাম লেখান দুই ভাই দুই সুপারস্টার অলরাউন্ডারও। হার্দিক এবং ক্রুনাল রানের খাতাই খুলতে পারেননি।

Advertisment

মুস্তাক আলি ট্রফিতেই নিজের জাত চিনিয়ে গেলেন তিনি। ৪ ওভারে শ্রেয়স গোপাল মাত্র ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। তবে ম্যাচ জেতে বরোদাই। প্ৰথমে ব্যাট করতে নেমে কর্ণাটক নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ তুলেছিল। অভিবান মনোহরের অপরাজিত ৫৬ রানে ভর করে কর্ণাটক বড় স্কোর খাড়া করেছিল।

আরও পড়ুন: ভারতে আসবে না পাকিস্তানও! পাক দলের নয়া আর্জিতে বিরাট দোটানায় BCCI! ঝুলে বড় টুর্নামেন্টের ভাগ্য

বরোদার সামনে জয়ের জন্য টার্গেট ছিল ১৭০ রানে। তবে ৭ বল বাকি থাকতেই হার্দিকরা স্কোরবোর্ডে ১৭২ তুলে ফেলে। হার্দিক এবং ক্রুনাল ব্যর্থ হলেও ওপেনার শাশ্বত রাওয়াত ৬৩ করে যান। দলের জয়ে অবদান রাখেন ভানু পুনিয়া (৪২) এবং বিষ্ণু সোলাঙ্কি (২৮)।

cricket Chennai Super Kings CSK karnataka Cricket News Syed Mushtaq Ali Trophy
Advertisment