CSK বনাম RCB হেড-টু-হেড, IPL 2025: ধুন্ধুমার যুদ্ধে ভয়ংকর পরিসংখ্যান! চিপকে ১৭ বছর জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু!

Chennai Super Kings and Royal Challengers Bengaluru face off in IPL 2025. CSK leads the head-to-head record, and RCB has not won at Chepauk in 17 years. Can RCB end the drought? আইপিএল ২০২৫-এ মুখোমুখি CSK ও RCB: চিপকে ১৭ বছর ধরে অপরাজিত চেন্নাই সুপার কিংস! এবার কি বন্ধ হবে বেঙ্গালুরুর হারের ধারা?

Chennai Super Kings and Royal Challengers Bengaluru face off in IPL 2025. CSK leads the head-to-head record, and RCB has not won at Chepauk in 17 years. Can RCB end the drought? আইপিএল ২০২৫-এ মুখোমুখি CSK ও RCB: চিপকে ১৭ বছর ধরে অপরাজিত চেন্নাই সুপার কিংস! এবার কি বন্ধ হবে বেঙ্গালুরুর হারের ধারা?

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolhli-Dhoni: বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি।

Kolhli-Dhoni: বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। (ছবি- আইপিএল)

CSK vs RCB IPL 2025: Can RCB End Their 17-Year Losing Streak at Chepauk? আজ শুক্রবার চেন্নাইয়ের চিপকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ম্যাচ আইপিএল ২০২৫ (IPL 2025)-এর উত্তেজনাপূর্ণ লড়াইগুলোর অন্যতম। যদি পরিসংখ্যানের দিক দিয়ে বিচার করা হয়, তবে কিন্তু ইতিহাস সাক্ষী, এই লড়াইয়ে চেন্নাইয়ের আধিপত্যই বরাবর!

Advertisment

CSK বনাম RCB: সামগ্রিক পরিসংখ্যান

  • মোট ম্যাচ: ৩৩

  • চেন্নাই সুপার কিংস জয়ী: ২১ ম্যাচ

  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ী: ১১ ম্যাচ

  • অমীমাংসিত: ১ ম্যাচ

  • সর্বশেষ ম্যাচ: RCB জিতেছিল ২৭ রানে (২০২৪)

চিপকে CSK বনাম RCB রেকর্ড

Advertisment

RCB শেষবার চিপকে জিতেছিল ২০০৮ সালে। তারপর থেকে ৯ ম্যাচের ৮টিতেই CSK জয়ী!

  • মোট ম্যাচ:

  • CSK জয়ী: ৮ ম্যাচ

  • RCB জয়ী: ১ ম্যাচ

  • সর্বশেষ ম্যাচ: CSK জিতেছিল ৬ উইকেটে (২০২৪)

২০০৮ সালের সেই ঐতিহাসিক জয়

RCB শেষবার চেন্নাইতে CSK-কে হারিয়েছিল ২১ মে, ২০০৮-এ।

  • RCB স্কোর: ১২৬ (রাহুল দ্রাবিড় ৪৭ বলে ৩৯ রান)

  • বোলিং হিরো: অনিল কুম্বলে (১৪ রানে ৩ উইকেট), ডেল স্টেইন (২৬ রানে ২ উইকেট), প্রবীণ কুমারও একটি উইকেট পেয়েছিলেন

  • CSK: পরাজিত হয়েছিল ১৪ রানে

IPL 2025: এবার কি ইতিহাস বদলাবে?

RCB কি অবশেষে চিপকে ১৭ বছরের জয়ের-খরা কাটাতে পারবে? নাকি CSK আবারও দাপট দেখাবে? সেটা জানতে ২৮ মার্চের ম্যাচে দলে দলে ভিড় জমাবেন দুই দলের সমর্থকরাই! তবে চেন্নাইয়ের এই মাঠ সিএসকের হোম গ্রাউন্ড।

আরও পড়ুন- আজ চিপকে ধুন্ধুমার! আরসিবিকে হারাতে একাদশে কী বদল আনছে সিএসকে?

সেখানে বিপুল সংখ্যায় সিএসকে সমর্থকরা প্রতি ম্যাচেই ভিড় জমান। গ্যালারি প্রায় সিএসকে-ময় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দর্শকদের বিপুল চাপও সামলাতে হয় অন্য দলের খেলোয়াড়দের। আরসিবিকেও তা সামলাতে হয় যথারীতি। 

সম্পূর্ণ স্কোয়াড:

চেন্নাই সুপার কিংস (CSK):

  • রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), এম.এস. ধোনি, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, স্যাম কারান, শাইক রশিদ, অনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুডা, গুরজাপনীৎ সিং, নাথান এলিস, জেমি ওভারটন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণণ ঘোষ, শ্রেয়াস গোপাল, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):

  • রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জশ হ্যাজলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রসিখ সালাম, সুয়াশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেটেল, দেবদত্ত পাদিক্কাল, স্বস্তিক ছিকার, লুঙ্গি এনগিদি, অভিনন্দন সিং, মোহিত রাঠী।

RCB CSK Indian Premier League (IPL) Chennai Cricket News