CSK vs RCB Dream 11 Prediction, IPL 2025: আজ, শুক্রবার, চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) মুখোমুখি হতে যাচ্ছে। উভয় দলই তাদের প্রথম ম্যাচে জিতেছে। ফলে, দুই দলেরই আত্মবিশ্বাস আপাতত তুঙ্গে। আগের ম্যাচে আরসিবি কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে সাত উইকেটে হারিয়েছে। আর, সিএসকে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চার উইকেটে। উভয় দলই তাদের আগের ম্যাচের জয়ী একাদশে খুব বেশি রদবদল সম্ভবত করতে চাইবে না। গুরুত্বপূর্ণ তথ্য হল, গত ১৭ বছরে চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোনওবারই চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি।
সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংস (CSK):
-
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)
-
ডেভন কনওয়ে
-
রাহুল ত্রিপাঠী
-
শিবম দুবে
-
দীপক হুডা
-
স্যাম কারেন
-
এম.এস. ধোনি (উইকেটরক্ষক)
-
রবীন্দ্র জাদেজা
-
রবিচন্দ্রন অশ্বিন
-
খলিল আহমেদ
-
মাথিশা পাথিরানা
ইম্প্যাক্ট সাব:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):
-
বিরাট কোহলি
-
ফিল সল্ট (উইকেটরক্ষক)
-
রজত পাতিদার (অধিনায়ক)
-
লিয়াম লিভিংস্টোন
-
জিতেশ শর্মা
-
টিম ডেভিড
-
ক্রুনাল পান্ডিয়া
-
রাসিখ সালাম
-
ভুবনেশ্বর কুমার
-
লুঙ্গি এনগিদি
-
যশ দয়াল
ইম্প্যাক্ট সাব:
সম্পূর্ণ স্কোয়াড:
চেন্নাই সুপার কিংস (CSK):
-
রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), এম.এস. ধোনি, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, স্যাম কারান, শাইক রশিদ, অনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুডা, গুরজাপনীৎ সিং, নাথান এলিস, জেমি ওভারটন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণণ ঘোষ, শ্রেয়াস গোপাল, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):
-
রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জশ হ্যাজলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রসিখ সালাম, সুয়াশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেটেল, দেবদত্ত পাদিক্কাল, স্বস্তিক ছিকার, লুঙ্গি এনগিদি, অভিনন্দন সিং, মোহিত রাঠী।
আরও পড়ুন- আইই ১০০-তে ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় ৪৮ নম্বরে রোহিত শর্মা, ঢুকলেন কোহলি এবং বুমরাহও
যাঁদের দিকে থাকবে নজর
সিএসকের হয়ে রাহুল ত্রিপাঠী, খলিল আহমেদের পরিবর্তে খেলেছিলেন। তিনি ফের ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নামতে পারেন। যদি অতিরিক্ত বোলার প্রয়োজন হয়, তবে সুস্থ হয়ে ফেরা কমলেশ নাগরকোটিকেও নামাতে পারে চেন্নাই। আবার সিএসকের ব্যাটিং লাইন-আপে বেশ কয়েকজন বাঁহাতি ভালো মানের ব্যাটসম্যান আছেন। সেজন্য আরসিবি অধিনায়ক রজত পাতিদারের কাছে ভুবনেশ্বর কুমার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।