Advertisment

ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই মুখ খুললেন ধোনি, আনন্দে আহ্লাদিত ভক্তরা

ধোনি অবশ্য এখনও দলের সঙ্গে যোগ দেননি। মার্চের ১ তারিখ থেকে সরকারিভাবে চেন্নাইয়ের আইপিএল প্রস্তুতি শুরু হবে। ধোনি ২৯ তারিখে চেন্নাই পৌঁছচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

আইপিএলে স্বমেজাজে ধোনি (আইপিএল ওয়েবসাইট)

ক্রিকেট মাঠে তাঁর ফেরা নিয়ে জল্পনা চলছে। কবে বাইশ গজে ফের দেখা যাবে, তা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগের অন্ত নেই। এর মধ্যেই মহেন্দ্র সিং ধোনি 'ফিরলেন' ঠিক ভ্যালেন্টাইন্স ডে-তে। সরাসরি মাঠে না ফিরলেও আইপিএল দুনিয়ায় সরকারিভাবে মাহির প্রবেশ ঘটল ভালোবাসার দিনেই।

Advertisment

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংস নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করল। যেখানে মহাতারকাকে দেখা যাচ্ছে সিএসকের জার্সি পড়ে সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে ধোনিকে নিয়ে লেখা হল, "হ্যাঁ, তোমাকেই বলছি। যে সারাক্ষণ আমাদের দেখে, চিন্তা করে এবং স্বপ্ন দেখে গোটা বছর ধরে। আমরা জিতি বা হারি! তুমিই আমাদের ভ্যালেন্টাইন। তোমাদের জন্য হুইশল!"

আরও পড়ুন কারো হাজার, কারো লাখ! আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির চিয়ারলিডারদের কত আয়

ধোনি অবশ্য এখনও দলের সঙ্গে যোগ দেননি। মার্চের ১ তারিখ থেকে সরকারিভাবে চেন্নাইয়ের আইপিএল প্রস্তুতি শুরু হবে। ধোনি ২৯ তারিখে চেন্নাই পৌঁছচ্ছেন। যদিও এই বিষয়ে সরকারিভাবে সিএসকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সুরেশ রায়না সহ চেন্নাইয়ের একাধিক তারকা আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ধোনিও শীঘ্রই যোগ দেবেন দলের সঙ্গে।

২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। সীমিত ওভারের ক্রিকেটে তিনি নিয়মিত সদস্য ছিলেন। তবে বিশ্বকাপে সেমিফাইনালের পর থেকেই ধোনি নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছেন। প্রায় একবছর হতে চলল, ধোনিকে দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে।

আরও পড়ুন সিএসকেই এবারের চ্যাম্পিয়ন, যে পাঁচ কারণে এবার আইপিএল জিতবে চেন্নাই…

টানা ছয়মাস ক্রিকেটের বাইরে থাকায় ধোনিকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাতিল করা হয়েছে। প্রায় প্রতিদিনই ধোনির অবসরের প্রসঙ্গ উঠছে। কোহলি, শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে একাধিকবার ধোনির অবসরের বিষয়ে মুখ খুলতে হয়েছে।

ধোনি আইপিএলে পারফর্ম করে প্রত্যেককে জবাব দিতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

IPL MS DHONI
Advertisment