CWG 2026: ভারত ২০২২ সালের কমনওয়েলথ গেমসে যে ১২টি খেলায় পদক জিতেছিল, তার মধ্যে ৬টি খেলাকে ২০২৬ সংস্করণ থেকে বাতিল করা হয়েছে। যে খেলাধূলায় ভারত বার্মিংহামে ভালো ফল করেছে কিন্তু গ্লাসগো গেমস থেকে সেই খেলাগুলোকে বাদ দেওয়া হবে, সেগুলো হল- ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস এবং কুস্তি।
অন্যান্য কিছু খেলা, যেখানে ভারত অতীতে কমনওয়েলথ গেমসে পদক জিতেছে, কিন্তু যেগুলো বার্মিংহাম গেমসের অংশ ছিল না- যেমন শ্যুটিং এবং তিরন্দাজির মত খেলা, সেগুলোও কমনওয়েলথ গেমস 'লাইট' থেকে বাদ দেওয়া হয়েছে। খরচ কমাতে এই গেমসে শুধুমাত্র ১০টি খেলা দেখানো হবে। খেলাগুলো ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে হবে।
এক বিবৃতিতে গ্লাসগো সিডব্লিউজি আয়োজকরা বলেছেন যে ক্রীড়াসূচির মধ্যে অ্যাথলেটিক্স এবং প্যারা-অ্যাথলেটিক্স, বক্সিং, বোল এবং প্যারা-বোল, সাঁতার এবং প্যারা-সাঁতার, জিমন্যাস্টিকস, ট্র্যাক সাইক্লিং, প্যারা-ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন এবং প্যারা-অ্যাথলেটিক্স থাকবে। এছাড়াও থাকবে পাওয়ারলিফটিং, জুডো, বাস্কেটবল এবং হুইলচেয়ার বাস্কেটবল খেলা।
৭৪টি কমনওয়েলথভুক্ত দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩,০০০ সেরা ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৯৬৬ সাল থেকে কমনওয়েলথ গেমস (CWG)-এর প্রতিটি সংস্করণে ব্যাডমিন্টন খেলা ছিল। ১৯৮৮ সাল থেকে স্কোয়াশ এবং হকিও তাতে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত ২২টি সোনা-সহ ৬১টি পদক জিতেছে। কুস্তিতে জিতেছে ১২টি পদক। বক্সিং এবং টেবিল টেনিসে পদক জিতেছে। ব্যাডমিন্টনে পেয়েছে ৬টি পদক। হকি আর স্কোয়াশেরও প্রতিটিতে পদক জিতেছে। ক্রিকেটেও ১টি পদক জিতেছে। যা মোট ৩৭টি পদকের অর্ধেকেরও বেশি।
আরও পড়ুন- নবদীপ সাইনি আর অন্ধকারের পার্টনারশিপ, দিল্লির বিরুদ্ধে থমকে গেল তামিলনাড়ু
ক্রীড়াসূচির পুনর্গঠনের ফলে ভারতের পদকসংখ্যা মারাত্মকভাবে প্রভাবিত হবে। কারণ অ্যাথলেটিক্স এবং প্যারা-অ্যাথলেটিক্স, বক্সিং এবং ভারোত্তোলন ছাড়া দেশে স্বর্ণপদকের জোরালো কোনও দাবিদার নেই। এই পরিস্থিতিতে কীভাবে আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য তৈরি হওয়া যায়, সেখান থেকে পদক আনা যায়, সেটা নিশ্চিত করতে মরিয়া দেশের ক্রীড়াকর্তারা।