D Gukesh Chess World Championship Prize Money, Earnings: দাবায় ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ! কোটি কোটি টাকার প্রাইজ মানি ভারতীয় তারকার জন্য

Chess World Championship: দাবা খেলেই বিপুল রোজগার। কোটি কোটি টাকার স্রোতে ভেসে যাচ্ছেন ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন, পুরস্কারের অঙ্ক জানলে চমকে উঠবেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
D Gukesh, Prize Money, ডি গুকেশ, পুরস্কার অর্থ,

D Gukesh-Prize Money: চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। (ছবি: ডি গুকেশ টুইটার)

D Gukesh's Prize Money from Chess World Championship 2024: বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার পর বিপুল পুরস্কার অর্থ পেতে চলেছেন ভারতের ডি গুকেশ। ১৮ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে তিনি ইতিহাস গড়েছেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার ১৪তম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। গুকেশের এই জয় ঐতিহাসিক। কারণ, তার আগে ভারত থেকে কেবল বিশ্বনাথন আনন্দ এই শিরোপা জিতেছেন। 

Advertisment

চ্যাম্পিয়ন হওয়ার পর বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পেতে চলেছেন গুকেশ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ১৬,৯৭,৩৮৩ টাকা পেতে চলেছেন। পাশাপাশি, একটি ম্যাচ জেতার জন্য গুকেশ প্রায় ১.৬ কোটি টাকা পেয়েছেন। তিনি তিনটি ম্যাচ জিতেছেন। তার ফলে তিনি ৪.৮ কোটি টাকা পেতে চলেছেন। তবে ফাইনাল জেতার জন্য তিনি অতিরিক্ত বোনাস পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।   

রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভ ২২ বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তার চেয়ে অনেক কম বয়সে, মাত্র ১৮ বছর বয়সে কাসপারভ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবার ১৪তম খেলায় ডিং লিরেনকে হারিয়েছেন। তাঁকে হারিয়ে খেতাব জয়ের পর গুকেশ রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখে ছিল আনন্দের জল। ১৩ ম্যাচের পর গুকেশ এবং ডিং লিরেনের টাই হয়। সেই সময় ম্যাচের স্কোর ছিল ৬.৫-৬.৫। এরপর ১৪তম খেলায় গুকেশ কালোঘুঁটি নিয়ে খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিরেনকে হারিয়ে দেন।

Advertisment

আরও পড়ুন- দাবায় বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ তামিল নাকি তেলুগু! জন্মের শিকড় নিয়ে ঝড় প্রকাশ্যে

গুকেশের ঐতিহাসিক জয় তাঁকে ভারতের দাবা আইকন বিশ্বনাথন আনন্দের পাশে তুলে ধরল। বিশ্বনাথন আনন্দ ৫ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তাঁর পরেই জায়গা পেলেন গুকেশ। 

chess sports Gukesh Dommaraju Prize Money Chess World Championship