D Gukesh's Prize Money from Chess World Championship 2024: দাবার নতুন চ্যাম্পিয়ন 'গুকেশ তামিল নাকি তেলেগু?' এই নিয়ে তৈরি হয়েছে ধন্দ। দাবা চ্যাম্পিয়নের কীর্তি নিয়ে গোটা দেশ আনন্দিত হলেও তাঁর সাংস্কৃতিক শিকড় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর। তিনি গুকেশের ঐতিহাসিক জয়ের পর টুইটারে লিখেছেন, 'তেলেগু ছেলে' গুকেশ ডোমমারাজু। এরপরই গুকেশের শিকড় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছেন গুকেশ ডোমমারাজু। এরপরই সোশ্যাল মিডিয়ায় ১৮ বছর বয়সি দাবাড়ুর পরিচয় নিতে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, তিনি তামিল নাকি তেলুগু? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লিখেছেন, 'আমাদের নিজেদের তেলুগু ছেলে, ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করায় জানাই আন্তরিক অভিনন্দন! গোটা দেশ আপনার অবিশ্বাস্য কৃতিত্বে খুশি। আগামী দশকগুলোতে আপনি যাতে আরও ম্যাচে জয়ী হয়ে প্রশংসা পান, সেই শুভেচ্ছা রইল।'
অন্যদিকে, গুকেশের জন্য তামিলনাড়ু গর্বিত বলে উল্লেখ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন লিখেছেন, '১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডি গুকেশকে অভিনন্দন! আপনার অসাধারণ কৃতিত্ব ভারতের সমৃদ্ধ দাবা উত্তরাধিকারকে অব্যাহত রাখবে। চেন্নাইকেও তার জায়গা পুনরায় তুলে ধরতে সাহায্য করেছে। আরও একজন বিশ্বমানের চ্যাম্পিয়ন তৈরি করে বিশ্ব দাবার রাজধানী হয়ে উঠতে পেরে তামিলনাড়ু আপনার জন্য গর্বিত!'
আরও পড়ুন- মূত্র ঝরেই পড়ছে, থামছেই না! অজ্ঞানও হয়েছেন! চরম আশঙ্কায় মুখ খুললেন বিনোদ কাম্বলি
শুক্রবার তামিলনাড়ু সরকার এই দাবাড়ুকে ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। গুকেশ ডোমমারাজু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তিনি চেন্নাইয়ে দাবার প্রশিক্ষণ নিয়েছেন। চেন্নাই শহরের দাবা কোচদের থেকে নিয়েছেন প্রশিক্ষণ। তাঁর জয় শুধুমাত্র বিশ্ব দাবাতে ভারতের অবস্থানকেই সুদৃঢ় করেনি। বরং বিশ্বনাথন আনন্দের মত ভারতীয় দাবা চ্যাম্পিয়নদের উত্তরাধিকারকেও প্রসারিত করেছে।