David Miller has slammed the ICC over the scheduling of the Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেই ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট তারকা ডেভিড মিলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৭ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন মিলার। এবার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। মিলারের অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'খেলার আদর্শ পরিবেশই ছিল না।'
মিলার অভিযোগ করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির অদ্ভূত সূচির জন্যই সেমিফাইনালের প্রস্তুতির জন্য গ্রুপ পর্বের ম্যাচের শেষে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান থেকে দুবাই যাতায়াত করতে হয়েছে। এতে এই দুই দলের সদস্যদের বেশি পরিশ্রম হয়েছে। ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সেমিফাইনাল ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা ফের পাকিস্তানে ফিরে যায়। তা নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটার।
তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একা লড়াই চালিয়েছেন। সেই মিলার বুধবার ৫০ রানে দক্ষিণ আফ্রিকার হারের পর আইসিসির সূচি নিয়ে ক্ষোভ উগরে বলেন, 'পুরো ১ ঘণ্টা ৪০ মিনিটের বিমানযাত্রা। আমাদের সূচি মোটেও ঠিকঠাক ছিল না।।' এই সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দল রবিবার করাচি থেকে দুবাই রওনা দিয়েছিল। সোমবার আবার লাহোরে ফিরে আসে। মিলার এই প্রসঙ্গে বলেন, 'আমরা সকালে একটি ম্যাচ খেলে বিমানে উঠেছি।। বিকেল ৪টায় দুবাই পৌঁছই। পরদিন সকাল ৭টা ৩০-এ আবার ফিরেছি। এটা কোনওমতেই আদর্শ সূচি না। পাঁচ ঘণ্টার বিমানযাত্রা হলে অন্তত বিশ্রাম নেওয়ার সময় পেতাম, কিন্তু এখানে সে সুযোগ ছিল না।'
মিলার সেঞ্চুরির সময় ১০টি চার ও ৪টি ছয় মেরেছেন। তবে তাতে লাভ হয়নি। কারণ, দক্ষিণ আফ্রিকা ৩৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫০ রানে হেরে গিয়েছে। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার তিনটি উইকেট নিয়েছেন। ম্যাচে মোট ৯টির মধ্যে ৭টি উইকেটই শিকার করেছেন কিউই স্পিনাররা।
মিলার সেঞ্চুরির সময় ১০টি চার ও ৪টি ছয় মেরেছেন। তবে তাতে লাভ হয়নি। কারণ, দক্ষিণ আফ্রিকা ৩৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫০ রানে হেরে গিয়েছে। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার তিনটি উইকেট নিয়েছেন। ম্যাচে মোট ৯টির মধ্যে ৭টি উইকেটই শিকার করেছেন কিউই স্পিনাররা। এই প্রসঙ্গে ৩৫ বছর বয়সি দক্ষিণ আফ্রিকান ব্যাটার জানিয়েছেন, উইকেট ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ফলে, রান তাড়া করা কঠিন হয়ে উঠেছিল। মিলার বলেন, '৩৬০ রান তাড়া করা চাট্টিখানি কথা না। ভালো উইকেট হলেও না। আমার মনে হয়, পিচ পরের দিকে আরও ভেঙেছে। নিউজিল্যান্ডের স্পিনাররা আমাদের চেয়েও বল বেশি ঘোরাচ্ছিল।'
আরও পড়ুন- সেমিফাইনালে হারের পর, অস্ট্রেলিয়ার ক্রিকেট আরও বড় আঘাত, এবার সেরা তারকা মন ভাঙলেন সমর্থকদের
এর আগে, রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে তোলে ৩৬২ রান। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। সেই নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিরুদ্ধে ক্ষোভ যেন যাচ্ছে না মিলারের। তিনি এই ট্রফির ফাইনালে সরাসরি নিউজিল্যান্ডকে সমর্থন করার কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে মিলার বলেন, 'সত্যি কথা বলতে কী, আমি নিউজিল্যান্ডকেই সমর্থন করব।'