Champions Trophy, Aus: সেমিফাইনালে হারের পর, অস্ট্রেলিয়ার ক্রিকেট আরও বড় আঘাত, এবার সেরা তারকা মন ভাঙলেন সমর্থকদের

Australian cricket star Announces ODI Retirement After Champions Trophy 2025 Semi-final Loss to India: তারকা ক্রিকেটারের ওডিআই অবসর: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পর ঘোষণা

author-image
IE Bangla Sports Desk
New Update
Australia Cricket Team: অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Australia Cricket Team: অস্ট্রেলিয়া ক্রিকেট দল। (ছবি- অস্ট্রেলিয়া ক্রিকেট)

Australian cricket star has announced his ODI retirement: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে সেমিফাইনালে হারের পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়া দলের কার্যনির্বাহী অধিনায়ক স্টিভ স্মিথ। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন স্মিথ। তারপরও তিনি ভারতের কাছে পরাজয়ের পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন। স্মিথ ম্যাচের পরে তাঁর সতীর্থদের জানান যে তিনি এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্মিথ টেস্ট এবং টি-২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। 

Advertisment

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে একদিনের ক্রিকেটে পা রেখেছিলেন স্টিভ স্মিথ। একদিনের ক্রিকেটে তিনি ১৭০ ম্যাচে ৪৩.২৮ গড়ে ৫,৮০০ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি। এছাড়াও, তিনি ৩৪.৬৭ গড়ে ২৮টি উইকেটও নিয়েছেন। স্মিথ ছিলেন ২০১৫ ও ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য। ২০১৫ সালে তিনি অস্ট্রেলিয়ার একদিনের দলের অধিনায়ক হন এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন।

দুবাইয়ে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে স্মিথ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শুকনো পিচে ৯৬ বলে ৭৩ রান করেন। যার ফলে অস্ট্রেলিয়া তোলে ২৬৫ রান। তবে, শেষ পর্যন্ত ভারত সেই রান সহজেই তুলে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সহজেই পৌঁছে যায়। নিজের একদিনের ক্রিকেটে পথচলা প্রসঙ্গে স্মিথ সাংবাদিকদের বলেন, 'এক দুর্দান্ত যাত্রাপথ পেরিয়ে এলাম। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অসংখ্য অসাধারণ মুহূর্ত এবং দারুণ স্মৃতি আছে। দুটি বিশ্বকাপ জয় করা ছিল এই যাত্রাপথে সবচেয়ে বড় সাফল্যগুলোর অন্যতম। পাশাপাশি দলের সতীর্থদের সঙ্গে সময় কাটানোও এক চমৎকার অভিজ্ঞতা দিয়েছে।'

তিনি আরও বলেন, 'এখন থেকেই ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। তাই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টেস্ট ক্রিকেটকে আমি সবসময়ই অগ্রাধিকার দিয়েছি। আমি সত্যিই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, উইন্ডিজ সফর এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি। আমি এখনও টেস্ট ক্রিকেটকে অনেক কিছুই দিতে পারি বলে মনে করি।'

Advertisment

আরও পড়ুন- বড় ধাক্কা নিউজিল্যান্ডের, চোট পাওয়া ম্যাট হেনরি কি খেলবেন ফাইনালে?

স্মিথ ২০১৫ ও ২০২১ সালে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে তিনি আইসিসি পুরুষ একদিনের 'টিম অব দ্য ইয়ার' দলেও জায়গা পেয়েছিলেন।

cricket Cricket Australia Champions Trophy Cricket News Australia Cricket Team