Bangladesh Premiere League: টুর্নামেন্টটার 'পেশাদারিত্বের অভাব'-এর জন্যই তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল খেলেন না। সোজাসুজি বলে দিলেন ক্রিকেট দুনিয়ায় ঠোঁটকাটা লোক বলে পরিচিত ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওয়ার্নার শেষবার বিপিএল খেলেছিলেন ২০১৯-এ। তাঁর দল ছিল সিলেট সিক্সার্স। কিন্তু, তারপর থেকে বিপিএলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। কারণটা নিয়ে এতদিন নানাজনের নানা প্রশ্ন ছিল। এবার সেটাই খোলসা করলেন ওয়ার্নার।
তবে, ওয়ার্নার নিজের মুখে এই ব্যাপারে সাংবাদিকদের কিছু বলেননি। জিম-অ্যাফ্রো টি২০ টুর্নামেন্টের সময় বাংলাদেশের সাব্বির রহমান এই কথাগুলোই ওয়ার্নারের থেকে জানতে চেয়েছিলেন। তখনই ওয়ার্নার ওসব বলেছেন। সাব্বির সেটাই সাংবাদিকদের পরে জানান। সাব্বিরের দাবি, 'আমি, ওয়ার্নার, আনামুল হক, বিজয়, জিমি নিশানরা সব একসঙ্গে সকালের খাবারটা খেতাম। তখনই কথাবার্তা চলত। আমি ওয়ার্নারকে সেই সময় জিজ্ঞাসা করি, ব্যাপারটা কী? সেই ২০১৯-এ সিলেট সিক্সার্সে খেললে। তারপর থেকে তো আর বিপিএলে দেখছি না?'
সাব্বিরের দাবি, 'ওয়ার্নার তখন বলল যে, দেখ একটা সময় বিপিএলে একটা খেলার পরিবেশ ছিল। সেরা খেলোয়াড়রা খেলতে যেতে চাইত। এবি ডিভিলিয়ার্স খেলেছে, অনেকে খেলেছে। কিন্তু, এখন আর সেই টুর্নামেন্টটার পেশাদারিত্বটাই নেই। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) এর কিন্তু অনেক পড়ে শুরু হয়েছে। কিন্তু দেখ, পিসিএল কেমন এগিয়ে যাচ্ছে! বিপিএলকে এখন এগোতে গেলে অনেক উন্নতি করতে হবে।'
আরও পড়ুন- বিশ্বের সেরা দুই উইকেটকিপারের একজন লিটন, প্রকাশ্যে মুখ খুললেন এবার বাংলাদেশি কোচ
সাব্বিরের দাবি, ওয়ার্নার এমন নিন্দা করেছে যে কানে হাত দিতে হয়েছে। ওয়ার্নারের মত স্টিভ স্মিথও ২০১৯-এ বিপিএলে খেলেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নেমেছিলেন স্মিথ। ২০১৮-য় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বল বিকৃতির অভিযোগে ওয়ার্নার আর স্মিথকে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু, বিপিএল তাদের খেলার অনুমতি দিয়েছিল। ওই মরশুমেই রংপুর রাইডার্সের হয়ে এবি ডি ভিলিয়ার্স আর অ্যালেক্স হেলসও খেলেছেন। ক্রিস গেইলও নিয়মিত খেলেছেন। কিন্তু, এখন পরিস্থিতিটা পুরোপুরি বদলে গেছে। এমনটাই দাবি ওয়ার্নারের।