Advertisment

Liton Das: বিশ্বের সেরা দুই উইকেটকিপারের একজন লিটন, প্রকাশ্যে মুখ খুললেন এবার বাংলাদেশি কোচ

Nic Pothas on Liton Das: ব্যাট হাতে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা লিটন দাস। তিন ফরম্যাটেই দেশের জার্সিতে খেলা লিটনের ধারাবাহিকতার অভাব রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Litton Das, Nic Pothas, লিটন দাস, নিক পোথাস

Litton Das-Nic Pothas: লিটন দাসকে নিয়ে প্রশংসায় মুখর পোথাস। (ছবি- টুইটার)

Nic Pothas on Liton Das: বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস, বিশ্বের সেরা দুই উইকেটরক্ষকের একজন। এমনটাই দাবি বাংলাদেশের সহকারি কোচ নিক পোথাসের। তাই লিটনের উইকেট রক্ষণে দক্ষতা নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী এই কোচ। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ক্যাচ ফেলেছেন লিটন। তার পরই তাঁর উইকেটকিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময়ই দলের খেলোয়াড়ের পিঠ চাপড়ে দিলেন কোচ পোথাস। 

Advertisment

বাংলাদেশের কোচের সোজা কথা, লিটন কোনও রোবট না। ও নীতীশ রেড্ডির ক্যাচ ফেলেছে, সেটা সেই জন্য বড় কথাও না। কারণ, সবারই একটা, দুটো ভুল হতেই পারে। তেমনটাই লিটনেরও হয়েছে। আর, লিটনের ব্যাটিং দক্ষতা তো বাংলাদেশের সেরাদের মধ্যে। বাকিরা যখন হাবুডুবু খেয়েছে, সেই সময়ও লিটন পিটিয়ে খেলেছেন। সেটা যেমন পাকিস্তানের পিচে, তেমন ভারতের মাটিতেও। 

এই ব্যাপারে পোথাস বলেছেন, 'লিটন বিশ্বের সেরা দুই উইকেটকিপারের একজন। ওহ তো মানুষ! কোনও রোবট না। ওরকম, একটা বা দুটো ক্যাচ ফসকাতেই পারে।' কিন্তু, ধারাভাষ্যকাররা তো সেসব কিছুই বুঝছেন না। যা খুশি বলে যাচ্ছেন? এই প্রশ্নর জবাবে পোথাস বলেছেন, 'ধারাভাষ্যকাররা তো বলার জন্যই পয়সা পায়। আমরা ওঁদের কাজটাকেও সম্মান করি। কিন্তু, ওঁদের সব কথা গায়ে মাখাতে নেই। ওঁরা নিজের মত ওঁদের একটা মতামত দিয়েছে, ওই আর কী, ওই পর্যন্তই।'

আরও পড়ুন- হেড কোচ হওয়ার যোগ্য নয় কোনও বাংলাদেশি! নিজের দেশের কোচকে হেয় করেই বিস্ফোরক বয়ান এবার তামিমের

দলের খেলায় হারজিত আছে। কিন্তু, হারলেই মুষড়ে পড়লে চলবে না। ড্রেসিংরুমকে পরের টুর্নামেন্টগুলোর জন্য তরতাজা রাখতে হবে। এমনটাই মনে করেন বাংলাদেশের সহকারি কোচ। তাঁর কথায়, 'টি২০ ক্রিকেট নিয়ে দর্শকদের প্রত্যাশা শুরু থেকেই ছিল। এখনও আছে। কিন্তু, ড্রেসিংরুমে তার কোনও ছাপ ফেলাটা ঠিক না। খেলোয়াড়দের স্রেফ একটাই কাজ করতে হবে। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলে যেতে হবে। আর, একজোট না হয়ে খেললে লক্ষ্যপূরণ করাও সম্ভব না। তাসকিন আহমেদ তো একটা ম্যাচে দুর্দান্ত খেলেছে। কিন্তু, সব ম্যাচে জেতা কারও পক্ষেই সব সময় সম্ভব না।'

Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team Litton Das
Advertisment