Warner’s captaincy ban: কিছুদিন আগেই বলেছিলেন যে অবসর ঘোষণার সময়সীমা পিছিয়ে দেবেন। ফের সংবাদ শিরোনামে ডেভিড ওয়ার্নার। আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডার্সের নেতৃত্ব দেওয়ার অনুমতি পেয়েছেন ৩৭ বছর বয়সি এই তারকা। ২০১৮-য় স্যান্ডপেপার কেলেঙ্কারির পর ওয়ার্নারের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এই পরিস্থিতিতে সুখবর পেলেন এই অজি ক্রিকেটার। তাঁর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কন্ডাক্ট কমিশন। স্বাধীন কমিশনের তিন সদস্যের পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে সাজা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার কমিশন তার সিদ্ধান্তে জানিয়েছে, 'ওয়ার্নারের প্রতিক্রিয়া সন্তোষজনক। তাঁর কথায় অনুশোচনার স্বর রয়েছে। যা পর্যালোচনা প্যানেলকে প্রভাবিত করেছে। আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, ওয়ার্নার নিজের দায় স্বীকারের ব্যাপারে আন্তরিক। নিজের আচরণের জন্য তিনি অনুতপ্ত। নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ওয়ার্নারের আচরণ বদলে গিয়েছে। তিনি আর প্রতিপক্ষ দলকে স্লেজ করেন না। তাদের উসকানি দেন না। ২০১৮ সালে তিনি যা করেছিলেন ওয়ার্নার আর সেই কাজ করবেন না বলে জানিয়েছেন। সেই কাজের জন্য তিনি অনুশোচনায় ভুগছেন বলেও দাবি করেছেন। এতে পর্যালোচনা প্যানেল সন্তুষ্ট।'
এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়াও ওয়ার্নারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেনি। যার অর্থ হল, এবার থেকে তিনি অস্ট্রেলিয়ার সমস্ত ধরনের ক্রিকেট প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার যোগ্য। এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার নিক হকলি বলেছেন, '২০২২ সালে আমরা আচরণবিধি আপডেট করেছি। আমরা সন্তুষ্ট যে, ওয়ার্নার তাঁর ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা পর্যালোচনার জন্য আবেদন করেছেন। আগামী গ্রীষ্ম থেকেই তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন।'
আরও পড়ুন- শামির ব্যাপারে সুখবর! অস্ট্রেলিয়া সফরের আগেই বড় প্রাপ্তিতে খুশির হাওয়ায় ভাসছে সিএবি
সিডনি থান্ডারের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুনানির সময় থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ডকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কোপল্যান্ড পর্যালোচনা কমিটিকে বলেছেন, 'ডেভের আচরণ সত্যিই বদলেছে। সাজা ওঁর আচরণের ওপর গভীর প্রভাব ফেলেছে। ২০১৮ সালের আগের ডেভ আর এখনকার ডেভের মধ্যে অনেক তফাত। ও এখন আর আগের মত প্রতিপক্ষ দলকে স্লেজ করে না। পেশাদার ক্রিকেটে স্লেজিং চলে। কিন্তু, তারও একটা সীমা থাকে। ডেভ এখন সেই সীমার মধ্যে ফিরে এসেছে।'