Shami in Ranji Trophy before going to Australia: অস্ট্রেলিয়া যাওয়ার আগে বাংলার হয়ে দুটি রঞ্জি ম্যাচ খেলতে পারেন মহম্মদ শামি। চোটের জন্য গত একদিনের ক্রিকেট বিশ্বকাপ থেকে তিনি মাঠের বাইরে। এই পরিস্থিতিতে বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে চলতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তিনি দুটি ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে। কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুটি অ্যাওয়ে ম্যাচে নামতে পারেন বাংলার এই পেসার।
বেঙ্গল টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে ৩৪ বছর বয়সি শামি, কর্ণাটকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে বেঙ্গালুরুতে বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। ওই ম্যাচ শুরু হবে ৬ নভেম্বর। তারপর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরে রয়েছে বাংলার পরের অ্যাওয়ে ম্যাচ। সেখানেও খেলতে পারেন স্পিডস্টার। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'শামি কেরলের বিরুদ্ধে ম্যাচে থাকছে না। কিন্তু, আমরা আশাবাদী যে কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ও বাংলা দলের হয়ে খেলবে।'
লক্ষ্মীরতন বলেন, 'শামি টিম ইন্ডিয়ার এক দুর্দান্ত খেলোয়াড়। অস্ট্রেলিয়া সিরিজে ওকে দলের দরকার পড়বে। কিছুদিন আগে ও নিজেই বলেছে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বাংলা দলের হয়ে খেলতে চায়। অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রস্তুতি সেরে নেওয়ার জন্য ও রঞ্জির চেয়ে ভালো টুর্নামেন্ট আর পাবে না। শামির সঙ্গে খেললে আমাদের ছেলেরাও উৎসাহ পাবে। তার ওপর আমাদের চার জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারত এ দলে সুযোগ পেয়েছে।' সব মিলিয়ে বাংলার ছেলেরা শামির সঙ্গে খেলবেন বলে আনন্দে টগবগ করে ফুটছেন।
ভারতীয় দলের বাকিরা নিউজিল্যান্ড সফরের শেষেই অস্ট্রেলিয়া রওনা দেবেন। কিন্তু, শামি সেই দলে থাকবেন না। তিনি দলের সঙ্গে পরে যোগ দেবেন। তার আগে বাংলার হয়ে দুটি রঞ্জি ম্যাচ খেলে নেবেন। ২০২৩ একদিনের বিশ্বকাপে ২৪ উইকেট নিয়েছিলেন। গড় ছিল ১০.৭০। তারপর থেকে শামি চোটের সমস্যায় ভুগছেন। ফেব্রুয়ারিতে লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন। এরপর শোনা যাচ্ছিল, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন। কিন্তু, চোটের জন্য পারেননি। তারপর শোনা যাচ্ছিল যে নিউজিল্যান্ড সফরে ফিরবেন। কিন্তু, সেটাও পারেননি। দেখা গিয়েছে, শামির হাঁটু ফোলাটা সারেনি। বাধ্য হয়েই তাঁর জাতীয় দলে ফেরার সময়সীমাটা পিছিয়ে গিয়েছে।
আরও পড়ুন- ফুলটসেও এবার আউট কোহলি! সোজা বলে হঠাৎ মাথা ব্যোমকে দলকে চরম বিপদে ফেললেন মহাতারকা, দেখুন
বেঙ্গালুরু টেস্ট-এর আগে শামির ব্যাপারে মুখ খুলেছেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, অসুস্থ শামিকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় যেতে চান না। রোহিতের কথায়, 'আমরা চাই শামি আগে একশোভাগ সুস্থ হোক। আমরা অসুস্থ শামিকে নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে চাই না।' তবে, রোহিত একথা বললেও অস্ট্রেলিয়ায় শামির পারফরম্যান্স কিন্তু খুব ভালো। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ে শামি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ওই সিরিজে তিনি ১৬ উইকেট নিয়েছিলেন। ২০২০-২১ সফরে অবশ্য তিনি কেবলমাত্র অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলারই সুযোগ পেয়েছিলেন। কারণ, চোটের জন্য তাঁকে তড়িঘড়ি ফিরে আসতে হয়েছিল।