ইতিহাসের দোরগোড়ায় ইডেন গার্ডেন্স। আগামী ২২ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে প্রথম দিন-রাতের টেস্ট হবে। দেশের মাটিতে গোলাপি বলের ঐতিহাসিক অধ্য়ায় শুরু হবে খাস কলকাতার গর্বের স্টেডিয়ামে।
আসন্ন ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে ফ্লাডলাইটের আলোয়। একথা নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডে-নাইট টেস্টের সম্মতি দেওয়াতেই তৈরি হচ্ছে মাহেন্দ্রক্ষণ। এই প্রতিবেদনে রইল ডে-নাইট টেস্টের কিছু ইতিবৃত্তান্ত।
আরও পড়ুন- আগামী ২২ নভেম্বর ইডেনে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট
এখনও পর্যন্ত ক'টি দিন-রাতের টেস্ট খেলা হয়েছে?
ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত ১৪ বার দিন-রাতের টেস্ট হয়েছে। ভারত, বাংলাদেশ, আয়ারল্য়ান্ড ও আফগানিস্তান বাদে প্রত্য়েকেই ফ্লাডলাইটে টেস্ট খেলার স্বাদ পেয়েছে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড প্রথম দিন-রাতের টেস্ট খেলে ইতিহাস লিখেছিল।
দিন-রাতের টেস্ট কী রঙের বল ব্য়বহার করা হবে?
চিরাচরিত ভাবে টেস্ট ক্রিকেট খেলা হয় লাল বলে। দিন-রাতের টেস্ট খেলা হবে গোলাপি বলে। রাতের বেলা দৃশ্য়মান্যতার কথা ভেবেই এই রঙ বেছে নেওয়া হয়েছে। কোকাবুরা এই বল প্রস্তুত করে।
দিন-রাতের টেস্টের সময় কী থাকবে? খেলা হবে কত ওভারের?
নিয়মে কোনও পরিবর্তন নেই সেভাবে। টেস্ট ফর্ম্যাটের নিয়ম মেনে সারা দিনে ছ'ঘণ্টা খেলা হবে। নির্ধারিত ৯০ ওভারের খেলা হবে।
সুপার ইন্টারভালের আগে কি চা পানের বিরতি থাকবে?
এই টেস্টে ওপেনিং সেশনের খেলার পর ৪০ মিনিটের মধ্য়াহ্ণ ভোজের বিরতি থাকবে। ২০ মিনিটের চা পানের বিরতি থাকবে পরে ৪০ মিনিটের সুপার ইন্টারভাল থাকবে। ব্রেকের পরিবর্তন হিসাবে তা থাকবে।
Read full story in English