/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/sd.jpg)
IPL 2019: প্রথম পাঁচে এলেন শিখর ধাওয়ান (ছবি-টুইটার)
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুরন্ত ছন্দে রয়েছেন শিখর ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলার পর গত মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের হয়ে করেছেন ঝকঝকে হাফ-সেঞ্চুরি। ৪৭ বলের ৫১ রানের ইনিংসের সুবাদেই ধাওয়ান এখন এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় প্রথম পাঁচে চলে এলেন।
১০ মরসুম পর ফের আবার দিল্লিতে প্রত্যাবর্তন করেছেন গব্বর। সানরাইজার্স হায়দরাবাদের ঘরের ছেলেই হয়ে গিয়েছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৬ তম আইপিএল হাফ-সেঞ্চুরি করেছেন ধাওয়ান। ইনিংস সাজিয়েছিলেন সাতটি চারে। ধাওয়ান টপকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পাকে।
আরও পড়ুন: বিদেশে বন্দুক চালিয়ে বিশ্বরেকর্ড মনু-সৌরভের
.@SDhawan25 scored a steady half-century in the first innings.
He is our @DaikinIndia Cool Player of the Match for #DCvCSK ????#ThisIsNewDelhi#DelhiCapitalspic.twitter.com/54gOy9aTq9
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2019
আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন চেন্নাইয়ের সুরেশ রায়না (৫০০৪ রান)। দুয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিপতি বিরাট কোহলি (৪৯৫৪ রান)। তিনে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা (৪৫০৭ রান)। ৪২১৭ রান করে চারে রয়েছেন কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর। পাঁচে ধাওয়ান। ৩৩.৭০-র গড়ে ১৪৪টি ইনিংসে ৪২১৭ রান করেছেন তিনি।
যদিও ম্যাচে ধাওয়ানের হাফ-সেঞ্চুরিতে মুখরক্ষা হয়নি দিল্লির। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে ছ’উইকেটেই হারতে হয়েছে শ্রেয়াস আয়ারদের। ধাওয়ানের ফর্মে থাকা ভারতীয় দলের জন্য অত্যন্ত সুখকর। কারণ আইপিএল শেষ করেই দেশের জার্সিতে তিনি বিশ্বকাপ খেলবেন। সব ঠিক থাকলে রোহিতের সঙ্গেই ইংল্যান্ডে ওপেন করবেন তিনি।