Advertisment

DDCA-Virat Kohli: কোহলি, পন্থকেও দিল্লির হয়ে খেলতে হবে, এবার কোমর বেঁধে নামল ডিডিসিএ

Kohli should play for Delhi: রঞ্জি ট্রফিতে কোহলি দিল্লির হয়ে শেষবার খেলেছেন ২০১২ সালে। রঞ্জি ট্রফির বাকি দুটি রাউন্ড ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Virat Kohli, রোহিত শর্মা, বিরাট কোহলি,

Rohit Sharma-Virat Kohli: রোহিত শর্মা ও বিরাট কোহলি। (ফাইল ছবি)

Kohli should play for Delhi: রোহিত শর্মা মু্ম্বই রঞ্জি দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর এবার চাপ বাড়ল টিম ইন্ডিয়ার অপর কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির ওপর। মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে বিরাট কোহলির শিক্ষা নেওয়া উচিত। ঘরোয়া ক্রিকেটে তাঁর দিল্লির হয়ে খেলা উচিত। ভারতের কিংবদন্তি ব্যাটার কোহলির প্রসঙ্গে এবার এমনটাই বললেন দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) সচিব অশোক শর্মা। শুধু তিনিই নন, একই মত ডিডিসিএ সভাপতি রোহন জেটলিরও। তিনিও বলেছেন, 'ফিট থাকলে কোহলি এবং পন্থের রঞ্জি ট্রফিতে খেলা উচিত।' এই ব্যাপারে রোহিত শর্মার মত মুম্বইয়ের ক্রিকেটারদের উদাহরণ তুলে ধরেছেন দিল্লি ক্রিকেট বোর্ডের কর্তারা।

Advertisment

রঞ্জি ট্রফির শেষ দুই রাউন্ডের ম্যাচে দিল্লির সম্ভাব্য দলে কোহলি এবং ঋষভ পন্থের নাম আছে। ডিডিসিএ সচিব অশোক শর্মা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'বিরাট এবং ঋষভ দু'জনের নামই সম্ভাব্য তালিকায় আছে। রঞ্জি ট্রফির ক্যাম্প চলছে। বিরাটের মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে শেখা উচিত। তিনি যখনই ফাঁকা থাকবেন, তখনই ওঁর ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলা উচিত। দেখুন মুম্বইয়ে সবসময়ই এই সংস্কৃতিটা ছিল। ভারতীয় দলের খেলোয়াড়রা ফাঁকা থাকলেই রঞ্জি ম্যাচগুলোতে খেলেন। উত্তর ভারতে, বিশেষ করে দিল্লিতে কিন্তু, এটা দেখতে পাওয়া যায় না।'

শর্মা বলেন, 'বিসিসিআই ইতিমধ্যেই নির্দেশনামায় জানিয়েছে যে জাতীয়স্তরের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করা উচিত। আমার মনে হয় বিরাট এবং ঋষভের অন্তত একটি করে ম্যাচ খেলা উচিত। কিন্তু আমার মনে হয় না ওরা খেলবে।' পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর কোহলি বাকি সফরে কিছুই করতে পারেননি। পরবর্তী চারটি টেস্টে তাঁর স্কোর ৭, ১১, ৩, ৩৭, ৫, ১৭ এবং ৬। ডিডিসিএ সভাপতি রোহন জেটলি বলেছেন, 'ফিট থাকলে কোহলি এবং পন্থের রঞ্জি ট্রফি খেলা উচিত। ওঁরা যে স্তরে ক্রিকেট খেলছে, সেই স্তরে ক্রিকেট খেলতে গেলে ওঁদের আরও ফিটনেস দরকার। সেই জন্য ওঁদের নিয়মিত ক্রিকেট খেলতে হবে।' 

জেটলি বলেন, 'ঘরোয়া টুর্নামেন্টে খেলা সব খেলোয়াড়দের অগ্রাধিকার হওয়া উচিত। জাতীয় দলের হয়ে খেললে ঘরোয়া টুর্নামেন্ট খেলা যাবে না। কিন্তু, জাতীয় দলের খেলা থাকলে তখন ঘরোয়া টুর্নামেন্ট খেলা উচিত। যেহেতু খেলোয়াড়রা এনসিএ এবং জাতীয় নির্বাচকদের দ্বারা পরিচালিত হয়, তাই তাঁদের ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত।'

Advertisment

রঞ্জি ট্রফিতে কোহলি দিল্লির হয়ে শেষবার খেলেছেন ২০১২ সালে। ডিডিসিএ কোহলির সঙ্গে যোগাযোগ করেছে কি না, সেই ব্যাপারে জানতে চাওয়া হলে জেটলি বলেন, 'আমরা যোগাযোগ করব না কেন? দিল্লির নির্বাচকরা বিষয়গুলো দেখছেন।' রঞ্জি ট্রফির বাকি দুটি রাউন্ড ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। দিল্লি রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। তারপরে ৩০ জানুয়ারি অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ে তাদের শেষ গ্রুপ ম্যাচে খেলবে। 

আরও পড়ুন- ঠেলার নাম বাবাজি! ঘুম থেকে উঠেই মুম্বইয়ের ক্রিকেটারদের কাছে হাজির রোহিত

জেটলি জানিয়েছেন যে, দিল্লি শিবিরে কোহলির উপস্থিতি দিল্লির উঠতি ক্রিকেটারদের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, 'একজন ক্রিকেটার তাঁর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখেন। সেই ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, বিরাটের মতো খেলোয়াড়ের সঙ্গে ক্যাম্পে কাটানো উঠতি ক্রিকেটারদের কাছে একটা বিরাট অভিজ্ঞতা। আমিও একজন আইনজীবী। উঠতি আইনজীবী যখন একজন সিনিয়র আইনজীবীকে সাহায্য করেন, তখন তিনি অনেক কিছু শেখার সুযোগ পান। সেই কারণে কোহলির মত খেলোয়াড়রা রাজ্য দলের হয়ে খেললে দিল্লির উঠতি ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পাবেন।'

cricket Virat Kohli BCCI delhi Ranji Trophy Cricket News
Advertisment