Advertisment

Rohit Sharma with Mumbai team: ঠেলার নাম বাবাজি! ঘুম থেকে উঠেই মুম্বইয়ের ক্রিকেটারদের কাছে হাজির রোহিত

Rohit Sharma was seen batting with Mumbai Ranji team: রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড ২৩ জানুয়ারি শুরু হবে। শুভমান গিল কর্ণাটকের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma with Mumbai Team: মুম্বই দলের সঙ্গে রোহিত শর্মা

Rohit Sharma with Mumbai Team: মুম্বই দলের সঙ্গে রোহিত শর্মা। Photograph: (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)

Rohit Sharma was seen batting with Mumbai Ranji team: খারাপ ফর্মের জের। অনুশীলনে জোর দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই রঞ্জি ট্রফি দলের সঙ্গে তিনি অনুশীলনে ঘাম ঝরালেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে ব্যাট করতে দেখা গেল রোহিতকে। সোমবারই ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল যে রোহিত শর্মা মুম্বই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে তিনি রঞ্জি ট্রফির জন্য অনুশীলন সেশনে যোগ দেবেন। তারপরই মঙ্গলবার সকালে তাঁকে ওয়াংখেড়েতে অনুশীলন করতে দেখা গেল।

Advertisment

মুম্বই দলের সঙ্গে রোহিত শর্মা শেষ খেলেছেন ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রোহিত মুম্বইয়ের হয়ে খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ায় গোটা সিরিজে রোহিত অত্যন্ত খারাপ খেলেছেন। চারটি টেস্ট ম্যাচে ৩, ৯, ১০, ৩, ৬ রান করেছেন। গড়ে রান করেছেন ১০.৯৩। তারপরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে নিজের খারাপ ফর্মের জন্য অধিনায়কত্বই করেননি।

সিডনি টেস্টের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে তিনি চাইবেন, 'সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া উচিত।' এমনটা বলেছিলেন গম্ভীর। ভারতীয় দলের হেড কোচ আরও বলেছিলেন, 'শুধুমাত্র একটি খেলা নয়, যদি ভারতীয় দলের খেলোয়াড়রা খেলার সুযোগ পান এবং লাল বলের ক্রিকেট খেলার প্রতি তাঁদের আগ্রহ থাকে, তাহলে সবারই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত।'

Advertisment

আরও পড়ুন- পরপর খারাপ ফল, স্কুলপড়ুয়াদের মত নিষেধাজ্ঞার ঘেরাটোপে এবার ভারতীয় ক্রিকেটাররা

এই ব্যাপারে গম্ভীর আরও বলেছিলেন, 'এটা কোনও কঠিন ব্যাপার না। যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে টেস্ট ক্রিকেটে কখনও পছন্দের খেলোয়াড় উঠে আসবে না।' রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড ২৩ জানুয়ারি শুরু হবে। রোহিত মুম্বই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। ভারতীয় দলের অন্যান্য শীর্ষ তারকারা তাঁদের নিজ রাজ্যের হয়ে খেলবেন কি না, সেটা যদিও এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে যে শুভমান গিল কর্ণাটকের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলবেন। অস্ট্রেলিয়া সফরে গিলেরও পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনটি টেস্ট ম্যাচে তাঁর স্কোর ছিল ৩১, ২৮, ১, ২০ এবং ১৩।

cricket BCCI Rohit Sharma mumbai Ranji Trophy Cricket News Indian Cricket Team Team-India Team India
Advertisment