Advertisment

পাক পেসারের বাউন্সারে দু-টুকরো হেলমেট! থরথর করে কেঁপে উঠলেন ব্যাটসম্যান, রইল বিষাক্ত ভিডিও

হেলমেট মাটিতে পড়ে যেতেই দৃশ্যতই ব্যাটসম্যানকে আতঙ্কে রীতিমত বিভ্রান্ত হতে দেখা যায়। তাঁকে আশ্বস্ত করতেই এগিয়ে যান পাক ফিল্ডাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তেই অভিষেক ঘটালেন পাকিস্তান পেসার আর্শাদ ইকবাল। আর অভিষেকেই পাক পেসারের জার্সিতে জুড়ে গেল ঘাতক বোলারের তকমা। নিজের দ্বিতীয় ওভারেই বিষাক্ত বাউন্সারে জিম্বাবুয়ে ব্যাটসম্যানের হেলমেট ভেঙে দু-টুকরো করে দিলেন তিনি।

Advertisment

শুক্রবারই সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবুয়ের মোকাবিলা করতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেই শিরোনামে অভিষেককারী ২০ বছরের পাক পেসার আর্শাদ ইকবাল। ভয়ঙ্কর বাউন্সার জিম্বাবুয়ের তিনাসে কামুনহুকামের ওপর আছড়ে পড়তেই সেই হেলমেটের ওপরের আচ্ছাদন ভেঙে মাটিতে গড়িয়ে পড়ে।

আরো পড়ুন: ফিফটি করে অনুষ্কাকে প্রকাশ্যে চুমু বিরাটের! মেয়ের জন্য হৃদয় জয় মাঠেই, দেখুন মিষ্টি ভিডিও

হেলমেট মাটিতে পড়ে যেতেই দৃশ্যতই ব্যাটসম্যানকে আতঙ্কে রীতিমত বিভ্রান্ত হতে দেখা যায়। তাঁকে আশ্বস্ত করতে এগিয়ে যান পাক ফিল্ডাররা। বোলারও ব্যাটসম্যানের চোটের অভিঘাত দেখতে যান। তড়িঘড়ি করে মাঠে নামেন জিম্বাবুয়ের ফিজিও। খেলা শুরু হওয়ার আগে ব্যাটসম্যানের বাধ্যতামূলক কনকাশন টেস্টও করা হয়। শেষ পর্যন্ত ব্যাটসম্যানকে চোটমুক্ত দেখে হাঁফ ছেড়ে বাঁচেন সকলে।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১১৮/৯ তোলে। এই ঘটনার পরেই অভিষেক ম্যাচে আর্শাদ ইকবাল নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট দখল করেন। নিজের কোটায় মাত্র ১৬ রান খরচ করে ইকবাল তুলে নেন ১ উইকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Pakistan Cricket
Advertisment