Advertisment

বিসিসিআইয়ের বিরাট ভুল, ফ্য়ানেরা জানালেন চাহার নন, একতাই প্রথম

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের টুইট পোস্টে লেখে, চাহার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে হ্য়াটট্রিক করল।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepak Chahar Isn't the 'First Indian' to Claim a Hat-trick in a T20I Match

বিসিসিআই করল বিরাট ভুল, ফ্য়ানেরা জানালেন চাহার নন, একতাই প্রথম ভারতীয় (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

বিসিসিআই একটা মস্ত বড় ভুল করে ফেলল। শুধরে দিলেন ফ্য়ানেরা। রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে আগুনে পারফরম্য়ান্স ছিল দীপক চাহারের। ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে হ্য়াটট্রিক যোগে তুলে নেন ৬ উইকেট।

Advertisment

একতা বিস্টের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবেই চাহার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্য়াটে হ্য়াটট্রিক করলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের টুইট পোস্টে লেখে, চাহার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে হ্য়াটট্রিক করল।

শুধু বিসিসিআই নয়, সংগঠনের সচিব জয় শাহর টুইটেও রয়েছে সেই ভুল তথ্য়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিসিসিআই বা জয় শাহর টুইটে ভুল সংশোধনের প্রতিফলন পাওয়া যায়নি।

আরও পড়ুন-ভিডিও: দীপক চাহারের বিশ্বরেকর্ড, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং পরিসংখ্য়ান

আরও পড়ুন-ভিডিও: চাহারকে ‘নির্লজ্জ’ বললেন চাহাল, তাসের ম্য়াজিকে তাক লাগালেন শ্রেয়স

দেখে নেওয়া যাক এই ইস্যুতে টুইটারাত্তিরা কী লিখলেন

২০১২ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপের প্লে অফ ম্য়াচে ভারত নয় উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। সেই ম্য়াচেই  একতা হ্য়াটট্রিক করেন। চার ওভার হাত ঘুরিয়ে ১৬ রানের বিনিময় পান তিন উইকেট।  ফলে একতাই প্রথম ভারতীয়। দুয়েই থাকবেন চাহার।

India Bangladesh
Advertisment