New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/567090.jpg)
দাদার জন্য় গায়ে কাঁটা, দীপক চাহারের বোনের ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট
টুইটারে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন চাহার। কিন্তু ইনস্টাগ্রামে মন কেড়ে নিয়েছেন মালতি চাহার। দাদার কৃতিত্বে আবেগমথিত পোস্ট করেছেন তিনি।
দাদার জন্য় গায়ে কাঁটা, দীপক চাহারের বোনের ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট
রবিবাসরীয় নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে আগুনে পারফরম্য়ান্সের পর চর্চায় শুধুই দীপক চাহার। বিদর্ভ ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে সেই রাতে ইতিহাস লিখেছিলেন আগ্রার বছর সাতাশের মিডিয়াম পেসার।
চাহার নাগপুরে ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। একতা বিস্টের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্য়াটট্রিক করেছেন চাহার।
আরও পড়ুন-৪৮ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিক দীপক চাহারের
View this post on InstagramJust wait for it.... That annoying WWE/WWF fan???? @deepak_chahar9 #wwe #bleedblue #csk #ipl #wwf
A post shared by Malti Chahar(Meenu) (@maltichahar) on
আরও পড়ুন-ভাইরাল টুইট: ৯ বছর আগেই চাহারকে স্পট করেছিলেন আকাশ চোপড়া
টুইটারে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন চাহার। কিন্তু ইনস্টাগ্রামে মন কেড়ে নিয়েছেন মালতি চাহার। দাদার কৃতিত্বে আবেগমথিত পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, "তোমার জন্য় আমি গর্বিত। হ্য়াটট্রিক ও সেরা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা পরিসংখ্য়ান ৩.২-০-৭-৬, এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। ভাই আমার ভালবাসা নিও। আরও শক্তিশালী হয়ে ওঠো। " মালতি ম্য়াচের একটি ভিডিও স্নিপেট নিয়ে এই লেখাটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।