ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে ঝামেলায় জড়িয়েছিলেন দীপক হুডা। এবার সেই ঝামেলার জেরেই বরোদা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। আগামী মরশুমে তাঁকে খেলতে দেখা যাবে রাজস্থানের হয়ে। বরোদা ক্রিকেট সংস্থার সচিব অজিত লেলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "সংস্থার কাছে দীপক এনওসি শংসাপত্র চেয়েছিল। সেটা দিয়ে দেওয়া হয়েছে।"
বরোদা ক্রিকেট সংস্থার সঙ্গে বেশ কিছুদিন ধরেই দীপক হুডা সমস্যায় জড়িয়েছেন। জাতীয় টি২০ টুর্নামেন্টের ঠিক একদিন আগে ক্যাপ্টেন ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ঝামেলায় জড়িয়ে বায়ো বাবল ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। এরপরে তিনি সরাসরি ক্রুনাল পান্ডিয়ার নামে বরোদা ক্রিকেট সংস্থাকে অভিযোগ জানান। যদিও রাজ্য ক্রিকেট সংস্থা সেই সময় ক্রুনাল পান্ডিয়ার পাশেই দাঁড়িয়েছিল। বরং মিডিয়ায় এই বিষয়ে মুখ খোলায় তাঁকে তিরস্কার করা হয়।
আরো পড়ুন: মাঠেই ঝামেলা দুই পাকিস্তানির! হারের কেলেঙ্কারির মধ্যেই লজ্জার কুকীর্তি প্রকাশ্যে, দেখুন ভিডিও
এই ঘটনার পরেই বাকি মরশুমে নিষিদ্ধ তালিকাভুক্ত করে দেওয়া হয় তাঁকে। এমনকি বিসিএ-র তরফে সেই সময় দীপক হুডার নামে তাঁর ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের অভিযোগ জানানো হয়। এমনকি বোর্ডেও তাঁর নামে নালিশ করার হুমকি দেওয়া হয়।
তবে হুডা কাণ্ডে বরোদা ক্রিকেট সংস্থা যেভাবে নাকানিচোবানি খেয়েছে, সেই ঘটনা তুলে ধরেই এবার ক্রিকেট সংস্থার বিপক্ষে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। টুইটারে মুখ খুলেছেন বরোদার প্রাক্তন তারকা ইরফান পাঠানও।
"জাতীয় দলে সুযোগ পেতে চলেছে এমন আর কত ক্রিকেটারকে বরোদা ক্রিকেট সংস্থা হারাবে? দীপক হুডার ছেড়ে চলে যাওয়ায় বরোদা ক্রিকেট সংস্থার বিশাল ক্ষতি হয়ে গেল। ও এখনো এখানে দশ বছরের সার্ভিস দিতে পারত। কারণ ওঁর বয়স অল্প। বরোদার ক্রিকেটার হিসাবে সত্যিসত্যি হতাশ লাগছে।" লিখেছেন পাঠান।
বরোদার জার্সিতে দীপক হুডা ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৩ গড়ে করেছেন ২৯০৮ রান। রাজ্যের হয়ে ৬৮টি একদিনের ম্যাচেও অংশ নিয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন