/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/DEEPAK-PUNIA.jpg)
দেশকে গর্বিত করলেন দীপক পুনিয়া (এক্সপ্রেস ফোটো, ফাইল চিত্র)
ভারতের ক্রীড়াজগতের ইতিহাসে নিজের নাম পাকাপাকিভাবে খোদাই করে ফেললেন কুস্তিগীর দীপক পুনিয়া। কারণ প্রায় দু-দশক পরে পুনিয়ার মল্লযুদ্ধে ভর করে এস্তোনিয়ায় যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পেল ভারত। ফাইনালে ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে রাশিয়ার আলিক শেভজুকোভকে হারিয়ে দেশকে গর্বিত করলেন তিনি। ফাইনালের চূড়ান্ত লড়াইয়ে ২-২ ফলাফলে খেলা শেষ হয়। তবে শেষ পয়েন্ট স্কোর করার সুবাদে দীপককেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেওয়া হয়।
গত বছর ২০১৮ সালে এই ক্যাটেগরিতেই রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দীপককে। ২০১৭ সালে আবার অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেছিলেন তিনি। ২০১৬ সালে ক্যাডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছিলেন ১৯ বছর বয়সি এই কুস্তিগীর । সেবার দীপক ১০-১ ফলাফলে হারিয়েছিলেন হাঙ্গেরির মিলান করসগকে। তারপর পুনিয়ার হাতে ৫-১'এ বধ হয়েছিল কানাডার হান্টার লি। সেমিফাইনালে দীপক তুল্য়মূল্য লড়াইয়ে ৩-২ ফলাফলে হারিয়ে দেন জর্জিয়ার মিরিয়ানি মাইসুরাৎজেকে।
Our #TOPSAthlete wrestler #DeepakPunia wins the gold????in men’s 86 kg freestyle at the World Jr. #Wrestling Championships in Estonia after beating Russia’s #AlikShebzukhov in the final. ????♂️
Many congratulations as he becomes 1st Indian in 18 yrs to win gold at the C’ships.???????????? ???????? pic.twitter.com/yQLB2GakMi
— SAIMedia (@Media_SAI) August 14, 2019
Congratulations to Deepak Punia and Vicky on winning Gold medal and bronze medal respectively in junior world championship in Estonia. Great job ???????? Best wishes for your future ????????Jai hind pic.twitter.com/OHFCmI8OEW
— Bajrang Punia ???????? (@BajrangPunia) August 14, 2019
আরও পড়ুন
প্রথম ভারতীয় হিসেবে মোটরস্পোর্টসে বিশ্বখেতাব জিতলেন ঐশ্বর্য পিসাই
মন্ট্রিয়েল মাস্টার্সের ফাইনালে উঠতে ব্যর্থ বোপান্না, হার সেমিতেই
ঘটনা হল, যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে এর আগে শেষবার ভারত চ্যাম্পিয়ন পেয়েছিল সেই ১৮ বছর আগে। ২০০১ সালে রমেশ গুলিয়া এবং পালবিন্দর সিং চিমা যুব পর্যায়ে সোনা জিতেছিলেন যথাক্রমে ৬৯ এবং ১৩০ কেজি ক্যাটেগরিতে। ৯২ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতলেন আর এক ভারতীয় মল্লযোদ্ধা ভিকি চাহর।
দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এবার কেবলমাত্র যুব পর্যায়েই নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিনিয়র দলেও সুযোগ পেয়েছেন দীপক পুনিয়া। আগামী ১৪ থেকে ২২ সেপ্টেম্বর কাজাখস্তানে বসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে ৮৬ কেজি ক্যাটেগরিতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন দীপক পুনিয়া।
Read the full article in ENGLISH