Advertisment

ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা, আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টিতে নিলেন তিনটি মেডেন

এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে ভারতের কোনও বোলার তিনটি মেডেন ওভার পাননি। সেই নজির গড়লেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepti Sharma creates history, becomes 1st Indian cricketer to bowl 3 maidens in T20Is

ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা, আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টিতে নিলেন তিনটি মেডেন (ছবি-টুইটার/বিসিসিআই)

মঙ্গলবার সুরাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে এনেছে হরমনপ্রীত কউরের মেয়েরা। ঘরের মাঠে পাঁচ ম্য়াচের চলতি টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। দীপ্তি শর্মার ঐতিহাসিক পারফরম্য়ান্সে ভর করেই ভারত এই দুরন্ত জয় ছিনিয়ে আনে।

Advertisment

দীপ্তি নির্দিষ্ট কোটার চার ওভার বল করে আগ্রার বছর বাইশের মেয়ে তুলে নেন তিন উইকেট। খরচ করেন মাত্র তিন রান। সবচেয়ে বড় ব্য়াপার চার ওভারের মধ্য়ে তিনটি ওভারই তিনি মেডেন নিয়েছেন। এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে ভারতের কোনও বোলার তিনটি মেডেন ওভার পাননি। সেই নজির গড়লেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

আরও পড়ুন: টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা, দলে এলেন উমেশ যাদব

এদিন সুরাটের লালাভাই কনট্রাক্টর স্টেডিয়ামে টস জিতে হরমনপ্রীতদের ব্যাট করতে পাঠান সানি লুসের দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতের ব্য়াটে (৩৪ বলে ৪৩) ভর করে ভারত নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৩০ রান তোলে। দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে গুটিয়ে দেয় ভারত।

Advertisment