/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/E5gwKEJWUAEGaoc_copy_1200x676.jpeg)
টি২০-তে দ্বিশতরানের মালিক কে হবেন? একাধিকবার এমন আলোচনা উঠে এসেছে ক্রিকেটমহলে। বর্তমানে টি২০-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক ফিঞ্চ। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টে ১৭২ করেছিলেন তিনি।
টি২০-তে সম্ভাব্য ডাবল সেঞ্চুরিয়নদের তালিকায় বারবার উঠে এসেছে রোহিত শর্মা, কায়রণ পোলার্ড, ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেলদের নাম। তবে এর কেউ নন, টি২০-তে প্রথমবার ডাবল সেঞ্চুরি করে ফেললেন দিল্লির সুবোধ ভাটি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরান গড়ার বিরল নজির গড়ে ফেললেন তিনি। ক্লাব ক্রিকেটে সিম্বার বিপক্ষে দিল্লি একাদশের জার্সিতে ব্যাট হাতে মাঠে তান্ডব চালালেন তিনি। মাত্র ৭৯ বলে ২০৫ করে যান তিনি।
আরও পড়ুন: ভারত সিরিজে কোটি কোটি টাকা আয়ের পথে শ্রীলঙ্কা! কৃতজ্ঞতা সৌরভের বোর্ডকে
নিজের ইতিহাস গড়া ইনিংসে সুবোধ ভাটি ১৭টি বাউন্ডারির পাশাপাশি ১৭টি ওভার বাউন্ডারিও হাঁকান। চার-ছক্কা হাঁকিয়েই তুলে ফেলেন ১৭০ রান। নিজের মোট রানসংখ্যার ৮২.৯২ শতাংশ রানই সুবোধ তোলেন মাঠের বাইরে বল পাঠিয়ে। এতটাই বিধ্বংসী ফর্মে ছিলেন সুবোধ যে প্রথম ১৭ বলেই তুলে ফেলেন ১০২ রান।
Subodh bhati, a 30- year-old batsman from Delhi, has become the first cricketer to score double century in t20 cricket. He smashed 205* from 79 balls with 17 six and 17 fours. Extraordinary batting by this youngster. What a tallent! pic.twitter.com/IcQQBIHxIz
— Bitt_u1045 (@BittU1045) July 5, 2021
Subodh Bhati smashed 17 sixes and 17 fours in his double century.💥#SubodhBhati#Cricketpic.twitter.com/TMXLPGdQZc
— Aryan (@AryanwithMI) July 5, 2021
The #Delhi cricketer #SubodhBhati recently wreaked havoc by hitting a double century in a #T20 game. As amazing as it sounds, he opened the batting for Delhi XI New against Simba and went on to achieve this rare feat. pic.twitter.com/Fk5vlma07I
— Shortpedia (@ShortpediaApp) July 5, 2021
আসন্ন আইপিএলের দ্বিতীয় অংশ আমিরশাহিতে সমাপ্ত হওয়ার পরে আগামী মরশুমে ঢেলে সাজানো হবে টুর্নামেন্ট। মেগা অকশন তো বটেই, দল বাড়িয়ে টুর্নামেন্টের ফরম্যাটও বাড়িয়ে দেওয়া হবে। এরকম আগুনে ফর্মের আর কয়েকটা ইনিংস খেললেই সুবোধ ভাটি নজরে চলে আসতে পারেন বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির।
৩০ বছরের দিল্লি ব্যাটসম্যান রাজ্যের হয়ে আটটা প্রথম শ্রেণী, ২৪টি লিস্ট-এ এবং ৩৯টি টি২০ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তাঁর রানসংখ্যা ৩৯৯। প্রথম শ্রেণি, লিস্ট-এ এবং টি২০ ক্রিকেটে সুবোধের মোট উইকেট সংখ্যা ১০৩টি।
প্রসঙ্গত, টি২০-তে প্রথম দ্বিশতরান করার কৃতিত্ব শ্রীলঙ্কার ধানুকা পাথিরানার। ইংল্যান্ডে ল্যাঙ্কাশায়ার স্যাডলওয়ার্থ লিগে অস্টেরল্যান্ডসের হয়ে খেলার সময় ২০০৭-এ পাথিরানা ডাবল সেঞ্চুরি হাঁকান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন