Virat Kohli Furious Over BCCI’s New Policy, Demands Family Presence During Matches: বাংলায় বলে বউ-পাগলা। মানে, স্ত্রীকে ছাড়া একমুহূর্ত থাকতে পারেন না। ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিও কি তাই? অন্তত তাঁর আবেদনে তেমনটাই মনে হওয়াই স্বাভাবিক। ভারতীয় বোর্ডের নতুন নীতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন এই ক্রিকেটার। তাঁর দাবি, ম্যাচের সময় স্টেডিয়ামে স্ত্রীকে পাশে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটাররা আবেদনের ভিত্তিতে একটি ম্যাচে পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেয়েছিলেন। আর, এতেই বিরক্ত বিরাট। তাঁর প্রশ্ন এত আবেদনের দরকার কেন? ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের কাছে বিরাটের আর্জি, ম্যাচ নির্বিশেষে ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হোক।
সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভয়াবহ ব্যর্থতার পরই ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য বেশকিছু নিয়ম চালু করেছে বিসিসিআই। সেই নতুন নির্দেশনামা অনুযায়ী, ৪৫ দিনের কম সফরে ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সফরে নিয়ে যেতে পারবেন না। বিসিসিআইয়ের এই নির্দেশিকার বিরুদ্ধেই সরব হয়েছেন বিরাট। তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যরা পাশে থাকলে মাঠের কঠিন পরিস্থিতিতেও মনে জোর পাওয়া যায়। বিষয়টি বিসিসিআই কর্তাদের বোঝা উচিত বলেও মনে করছেন কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটার।
২২ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হবে। এই টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। সেই টিমেরই এক অনুষ্ঠানে বিরাট সফরে ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে রাখতে না দেওয়া নিয়ে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেছেন। কোহলি এই ব্যাপারে বলেছেন, 'অনেকে পারিবারিক মূল্যবোধটাই বোঝেন না। অথবা এই বিষয়গুলোর সঙ্গে যুক্তই নন, মনে হয় তাঁদের পরামর্শই শোনা হয়েছে। তাঁরাই বুঝিয়েছেন যে পরিবারের সদস্য মাঠে থাকলে ক্রিকেটারের পারফরম্যান্স খারাপ হয়। আমি গোটা ব্যাপারটাতে ভীষণ হতাশ। মাঠে কঠিন পরিস্থিতিতে পরিবারকে পাশে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শেষে পরিবারকে পাশে পাওয়া কতটা জরুরি, সেটা হয়তো বলে বোঝানো যাবে না।'
আরও পড়ুন- দেখুন, তারকাদের হোলি: শচীন দলবল নিয়ে রাঙালেন যুবরাজকে, প্লাস্টার পায়ে দ্রাবিড়ও পেলেন না ছাড়!
এতেই না থেমে বিরাট আরও বলেছেন, 'প্রতিদিন জীবনে কত কিছুই না ঘটে। এই কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে জীবনটা সহজ হয়ে যায়। ক্রিকেটাররা যদি সহজ এবং স্বাভাবিক থাকতে পারেন, তবেই তো ভালো খেলবেন। আমি তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না।'