Advertisment

ডেনমার্ক ওপেনের ফাইনালে হারলেন সাইনা

রবিবার ডেনমার্কের ওডেন্স পার্কে সবার চোখ ছিল সাইনা নেহওয়ালের দিকে। দেশের অলিম্পিক ব্রোঞ্জ জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় নেমেছিলেন ডেনমার্ক ওপেনের ফাইনালে। কিন্তু তীরে এস তরী ডুবল গোপীচাঁদের শিষ্য়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Saina Nehwal

ডেনমার্ক ওপেনের ফাইনালে হারলেন সাইনা (ছবি-টুইটার)

রবিবার ডেনমার্কের ওডেন্স পার্কে সবার চোখ ছিল সাইনা নেহওয়ালের দিকে। দেশের অলিম্পিক ব্রোঞ্জ জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় নেমেছিলেন ডেনমার্ক ওপেনের ফাইনালে। কিন্তু তীরে এস তরী ডুবল গোপীচাঁদের শিষ্য়ার। লড়েও তাঁকে হারতে হল বিশ্বের এক নম্বর তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী তাই জু ইংয়ের কাছে। এদিন প্রায় এক ঘণ্টার ম্যাচে ডিসাইডারে দুরন্ত লড়াই করেছিলেন সাইনা। কিন্তু শেষ পর্যন্ত ১৩-২১, ২১-১৩ ও ৬-২১ ব্যবধানে এশিয়ান গেমসের সোনা জয়ীর কাছে পরাজয় স্বীকার করে নেন সাইনা।

Advertisment

আরও পড়ুন: সাইনা নেহওয়ালের বায়োপিকে শ্রদ্ধা কাপুরের ফার্স্ট লুক বেরোল

বিশ্বের দশ নম্বর শাটলার সাইনা এই নিয়ে টানা ১১ বার তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ও সুপারসিরিজের ইভেন্ট মিলিয়ে ১৭বার ফাইনাল খেলা হয়ে গেলে সাইনার। শনিবার ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী গ্রেগোরিও মারিস্কা তুনজুংয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পেয়ে ফাইনালের টিকিট সংরক্ষণ করেছিলেন সাইনা৷ ৪২ মিনিটের মধ্যে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছিলেন সাইনা। ২১-১১,২১-১২ সেটে ম্যাচ জিতে নিয়েছিলেন তিনি৷ এই নিয়ে দ্বিতীয়বার ডেনমার্ক ওপেনের ফাইনাল খেললেন সাইনা৷ ২০১২-তে শেষবার ফাইনাল খেলে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি।

সদ্যসমাপ্ত এশিয়াডেও নজির গড়েছেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক পেয়েছেন তিনি।১৯৮২-তে শেষবার সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদকপ্রাপ্তি হয়েছে ভারতের। সৌজন্যে দেশের গর্ব সাইনা।

Advertisment