Advertisment

Ishan Kishan: টিম ইন্ডিয়ায় ৫-৫ বার বিধ্বংসী ইনিংসেও কপাল পুড়েছে তারকার! বোর্ডের চরম রাজনীতি প্রকাশ্যে

Ishan Kishan Indian team: কিষাণের ঘনিষ্ঠদের অভিযোগ, টিম ম্যানেজমেন্ট এই ক্রিকেটারের মধ্যে বেড়ে চলা হতাশার প্রতি সংবেদনশীলতা জানায়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজে সুযোগ না-পেয়ে রীতিমতো হতাশ, ভালো খেলেও পাঁচবার জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan । Indian team। Afganistan Series

Ishan Kishan: ম্যাচিওরড ইনিংসের পরেও বাদ পড়েছিলেন ঈশান কিষাণ।

Ishan Kishan lost his spot in Indian team: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ঈশান কিষাণের (Ishan Kishan) বাদ যাওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কিষাণ গত কয়েক মাসে বিশ্রামের সুযোগ না-পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন। তাঁকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পরে সেই অসন্তোষ প্রকাশ্যে আসে। কিষাণ সেখানে টিম ম্যানেজমেন্টের কাছে তাঁকে দেশে ফেরানোর অনুরোধও করেছিলেন।

Advertisment

এরপরই বিসিসিআই তাঁকে টেস্ট স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেয়। কিষাণের ঘনিষ্ঠদের অভিযোগ, টিম ম্যানেজমেন্ট এই ক্রিকেটারের মধ্যে বেড়ে চলা হতাশার প্রতি সংবেদনশীলতা জানায়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজে সুযোগ না-পেয়ে রীতিমতো হতাশ, ভালো খেলেও পাঁচবার জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার।

সর্বোচ্চ স্কোরার বাদ
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ঈশান। ২০২২-এর আইপিএলের পর যখন দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য ভারত সফর করে, তখন কিষাণ ৪১.২০ গড়ে এবং ১৫০.৩৬ স্ট্রাইক রেট নিয়ে ২০৬ রান করেন। আর, সর্বোচ্চ স্কোরার হন। পরবর্তীকালে, ভারতের ইংল্যান্ড সফরে প্রথম খেলায় খারাপ খেলার পরই কিষাণকে দল থেকে বাদ দেওয়া হয়। সুযোগ পান ঋষভ পন্থ।

ডাবল সেঞ্চুরি করেও বাদ
২০২২ সালের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার চোটের কারণে ঈশান সুযোগ পান। একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন। তখন মনে করা হয়েছিল, তিনি একদিনের ক্রিকেটে ওপেনারের জায়গা পাবেন। যদিও পরবর্তীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কিষাণের জায়গায় সুযোগ পান শুভমান গিল।

ম্যাচিওরড ইনিংসের পরেও বাদ
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচিউরড ইনিংস খেলেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলায় ভারত তখন চার উইকেটে ৬৬। সেই অবস্থা থেকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বানিয়ে ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিয়েছিলেন ঈশান। মিডল অর্ডারে বাঁ-হাতি না থাকায় তিনি সেই জায়গা পূরণ করেছিলেন। ৮২ রান করেন। কিন্তু, কেএল রাহুল ফিট হতেই বাদ পড়েন ঈশান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিখুঁত গতিতে হাফ সেঞ্চুরি
বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেখানে ঈশান সময়মত দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। যাতে দলের বিরাট সুবিধা হয়েছিল। কিন্তু, তৃতীয় টি২০ ম্যাচে শূন্য করতেই দল থেকে বাদ পড়েন।

আরও পড়ুন- বেয়াদপির কারণেই কি টিম ইন্ডিয়ায় বাদ জোড়া সুপারস্টার! মুখ খুলতে বাধ্য হলেন এবার দ্রাবিড়

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকার গল্প
কিষাণ দক্ষিণ আফ্রিকায় টি২০ স্কোয়াডেরও অংশ ছিলেন। তবে, একটিও ম্যাচে তাঁকে খেলানো হয়নি। জিতেশ শর্মাও এই সিরিজে একবার মুখ দেখানোর জায়গা পেয়েছিলেন। এরপরেই লাল বলের ম্যাচে (টেস্ট সিরিজে) কিষাণ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। এখন ভারতীয় জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলছেন, কিষাণই খেলতে চাননি। তিনি বিশ্রাম চাওয়ায় আফগানিস্তান সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি বলেই সাংবাদিক বৈঠকে বোঝানোর চেষ্টা করেছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ।

cricket India Afghanistan T20 Indian Cricket Team T20 World Cup Ishan Kishan
Advertisment