/indian-express-bangla/media/media_files/2025/09/06/devendra-jhajharia-2025-09-06-13-38-05.jpg)
ভারতীয় প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া
Devendra Jhajharia: হাতে এখনও রয়েছে বছর তিনেক সময়। ইতিমধ্যে আগামী প্যারালিম্পিক্সের (Paralympics 2028 Los Angeles) প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে, টোকিওয় ১৯ পদকের পর প্যারিসে এক ধাক্কায় সংখ্যাটা ২৯-য়ে উঠে এসেছে। আর সেকারণেই লস অ্যাঞ্জলসে আয়োজিত আগামী প্যারালিম্পিক টুর্নামেন্টে টিম ইন্ডিয়া কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্তত এমনই আশ্বাস দিলেন ভারতীয় প্য়ারালিম্পিক্স কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জেবিজি কলকাতা ম্য়ারাথনের (JBG Kolkata Marathon 2025) একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। সেখানেই তিনি বলেন, 'এশিয়ান গেমস নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এই টুর্নামেন্টে শুধুমাত্র অ্যাথলেটিক্স থেকেই ভারত ৫০-এর বেশি পদক জয় করতে পারবে। সেইসঙ্গে একথাও নিঃসন্দেহে বলতে পারি যে ১১১-র থেকে বেশি পদকই আমরা জিততে পারব।'
LA Olympics 2028: অলিম্পিকে ক্রিকেট ফিরলেও খেলতে পারবে না পাকিস্তান-বাংলাদেশ, কেন জানেন?
এরপর তিনি আগামী অলিম্পিক টুর্নামেন্টের কথা বললেন। দেবেন্দ্রর কথায়, 'লস অ্যাঞ্জেলসের জন্য আমাদের এত নিখুঁত পরিকল্পনা রয়েছে, সেটা মুখের কথায় বোঝানো সম্ভব নয়। সম্প্রতি যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে, সেখানে প্রস্তুতির জন্য মনরো ট্র্যাক তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই তৈরি করা হয়নি। লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ভাবনা থেকেই তৈরি করা হয়েছে। আগে এই ট্র্যাকের জন্য অ্যাথলিটদের বিদেশ যেতে হত। এবার তাঁরা ভারতে অনুশীলন করবেন। আগেরবার আমরা ২৯ পদক জয় করেছিলাম। তবে এবার সেই সংখ্যাটা চোখ বন্ধ করে ৪০-য়ে স্পর্শ করবে।'
Neeraj Chopra: বিশেষ দায়িত্ব পেলেন নীরজ, 'সোনার ছেলে'র হাতেই এবার ভারতের সম্মান!
প্রস্তুতির জন্য রয়েছে ৩ বছর সময়: দেবেন্দ্র
তিনি আরও যোগ করেন, 'আমাদের হাতে এখনও তিন বছর সময় রয়েছে। এই পদক জয়ের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করব। একাধিক শিবির আয়োজন করব। খেলোয়াড়দের যা যা সুযোগ-সুবিধা দরকার তার প্রত্যেকটাই আমরা দেব। আমার কাজ হল, অ্যাথলিটদের শারীরিকভাবে ফিট করার পাশাাপাশি মানসিক শক্তিও জুগিয়ে থাকি। সেই মানসিক শক্তি এবারও আমরা দেব। আশা করছি, এবারও ভারত যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবে।'
Cricket in Olympics: অলিম্পিকে ফিরছে ক্রিকেট, তার আগে 'বড় সিদ্ধান্ত' জয় শাহের! পোয়াবারো ভারতের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৩০ নভেম্বর জেবিজি কলকাতা ম্য়ারাথনের আয়োজন করা হবে। ইতিমধ্যে অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই ম্যারাথন দৌড়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে রয়েছেন ভারতের প্রখ্যাত ফিটনেস আইকন মিলিন্দ সোমান। দেবেন্দ্র ঝাঝারিয়া ছাড়াও ভারতীয় প্যারা অ্যাথলিটদের মধ্যে উপস্থিত ছিলেন - রুদ্রাংশ খাণ্ডেলওয়াল, সুচিত্রা পরিদা, শ্রেয়াংশ ত্রিবেদী, রাকেশ ভাট এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু।