Neeraj Chopra: বিশেষ দায়িত্ব পেলেন নীরজ, 'সোনার ছেলে'র হাতেই এবার ভারতের সম্মান!

World Athletics 2025: আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওয় ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ১৯ সদস্যের একটি দল ঘোষণা করেছে।

World Athletics 2025: আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওয় ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ১৯ সদস্যের একটি দল ঘোষণা করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra marriage

Neeraj Chopra: ভারতের পতাকা হাতে নীরজ চোপড়া। Photograph: (ছবি- টুইটার)

Neeraj Chopra: আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওয় ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ১৯ সদস্যের একটি দল ঘোষণা করেছে। এই দলে ১৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা অ্যাথলিট রয়েছে। মোট ১৫ ইভেন্টে তাঁরা অংশগ্রহণ করবেন। এরমধ্যে গুলবীর সিং এবং পূজা শুধুমাত্র ২ আলাদা-আলাদা ইভেন্টে অংশগ্রহণ করবেন। এই ভারতীয় স্কোয়াডে নাম রয়েছে নীরজ চোপড়ারও। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তিনি এন্ট্রি নিয়েছেন।

Advertisment

Neeraj Chopra Silver: অল্পের জন্য হাতছাড়া সোনা, ডায়মন্ড লিগ ফাইনালে রূপো জিতেই সন্তুষ্ট নীরজ

নীরজ চোপড়া সহ মোট ৪ অ্যাথলিট জ্যাভেলিন থ্রো'য়ে অংশগ্রহণ করবেন

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার কাঁধে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। টোকিওয় আয়োজিত ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের ১৯ সদস্যের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অনিমেষ কুজুর। পুরুষ জ্যাভেলিন থ্রো ইভেন্টে দু'বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ছাড়া শচীন যাদব, যশবীর সিং এবং রোহিত যাদব অংশগ্রহণ করছেন। প্রসঙ্গত, গতবারও চ্যাম্পিয়নশিপে ৪ ভারতীয় যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু, চোটের কারণে ছিটকে যান রোহিত। এই অ্যাথলিটদের পাশাপাশি বিনাশ সাবলে ৩,০০০ মিটার স্টিপলচেজ, পারুল চৌধুরী ৩,০০০ মিটার স্টিপলচেজ, গুলবীর সিং ৫,০০০ মিটার স্টিপলচেজ, প্রবীণ চিত্রবেল ট্রিপল জাম্প ইভেন্টে অংশগ্রহণ করবেন।

Advertisment

Neeraj Chopra vs Arshad Nadeem: সিলেসিয়া ডায়মন্ড লিগে দেখা যাবে না নীরজ বনাম আরশাদ দ্বৈরথ! পিছনে রাজনীতি না অন্য কারণ?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৯ ভারতীয় অ্যাথলিট করবেন অংশগ্রহণ

পুরুষ - নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (পুরুষ জ্যাভেলিন থ্রো), মুরলী শ্রীশঙ্কর (পুরুষ লং জাম্প), গুলবীর সিং (পুরুষ ৫০০০ মিটার এবং ১০০০০ মিটার), প্রবীণ চিত্রাবেল এবং আবদুল্লা আবুবকর (পুরুষ ট্রিপল জাম্প), সর্বেশ অনিল কুশারে (পুরুষ হাই জাম্প), অনিমেষ কুজুর (পুরুষ ২০০ মিটার), তেজস শিরসে (পুরুষ ১১০ মিটার স্টিপল চেজ রান), সার্বিন সেবাস্টিয়ান (পুরুষ ২০ কিলোমিটার হাঁটা), রাম বাবু এবং সন্দীপ কুমার (পুরুষ ৩৫ কিলোমিটার হাঁটা)।

Neeraj Chopra: একেবারে 'সোনায় সোহাগা', কেরিয়ারের বড় সাফল্য পেলেন নীরজ চোপড়া

মহিলা - পারুল চৌধুরি এবং অঙ্কিতা ধ্যানী (মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ), অন্নু রানি (মহিলা জ্যাভেলিন থ্রো), প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলা ৩৫ কিলোমিটার হাঁটা), পূজা (মহিলা ৮০০ মিটার এবং ১৫০০ মিটার)।

Neeraj Chopra