Advertisment

ICC ODI Rankings: উত্তরণ ধোনির, তিনে এলেন বোল্ট

সোমবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের সাম্প্রতিক র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। ভারত-নিউজিল্যান্ড ওয়ান-ডে সিরিজের শেষে দু'দলের দুই ক্রিকেটার দেখলেন দুর্দান্ত উত্তরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni and Boult Among Big Movers in Latest ICC ODI Rankings

ICC ODI Rankings: উত্তরণ ধোনির, তিনে এলেন বোল্ট (ছবি-টুইটার)

সোমবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের সাম্প্রতিক র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। ভারত-নিউজিল্যান্ড ওয়ান-ডে সিরিজের শেষে দু'দলের দুই ক্রিকেটার দেখলেন দুর্দান্ত উত্তরণ। কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ও টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান এমএস ধোনি ভাল পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন।

Advertisment

সদ্যসমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ান-ডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বোল্ট। পাঁচ ম্যাচ মিলিয়ে ডজন উইকেট তাঁর ঝুলিতে। আর এই আগুনে পারফরম্যান্সের সুবাদে সাত ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে বোল্টই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে বিরাজমান। তাঁর আগে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ও ভারতের ডেথ ওভার স্পেশালিস্ট যসপ্রীত বুমরা। বুমরার ঝুলিতে ৮০৮ পয়েন্ট। রশিদের সংগ্রহে ৭৮৮ পয়েন্ট। বোল্ট পেয়েছেন ৭৩২ পয়েন্ট।

আরও পড়ুন: ধোনিকে নিয়ে ব্যাটসম্যানদের সতর্ক করল আইসিসি

এবার আসা যাক ধোনির কথায়। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের তিনটিতেই হাফ-সেঞ্চুরি করে সিরিজের সেরা হয়েছিলেন। বাইশ গজ ফিরে পেয়েছে পুরনো মাহিকেই। অজিদের বিরুদ্ধে ভাল পারফর্ম করেই মাহি তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে এসেছেন। কেদার যাদব আট ধাপ এগিয়ে ৩৫ নম্বরে এসেছেন। অন্যদিকে ব্যাটসম্য়ানদের তালিকায় এক নম্বর আসনটাই ধরে রেখেছেন বিরাট কোহলি।ভারত অধিনায়ক টেস্ট ও ওয়ান-ডে ফর্ম্যাটের মগডালেই বসে রয়েছেন।  অন্য ব্যাটসম্যানদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এক ধাপ এগিয়ে আটে এলেন। তাঁর সতীর্থ হাশিম আমলা তিন ধাপ এগিয়ে ১৩ নম্বর স্থানে।

দলীয় র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড পিছিয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার পরে চলে গিয়েছে তাঁরা। ব্ল্যাকক্যাপস এখন চারে। একেই রয়েছে ইংল্যান্ড। দু'নম্বরেই রয়েছে ভারত। তিনে দক্ষিণ আফ্রিকা। পাঁচে পাকিস্তান।

ICC Ranking MS DHONI Trent Boult ODI
Advertisment