Advertisment

মাঠের বাইরে বল পাঠালেন মাহি, রাহুলের ব্যাটে জ্বলল আগুন

মাঝে আর একটা দিন। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। দ্য ওভালে মুখোমুখি বিরাট কোহলি ও ফাফ দু প্লেসিস। গত মঙ্গলবার ভারত টুর্নামেন্টের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni and KL Rahul net session

মাঠের বাইরে বল পাঠালেন মাহি, রাহুলের ব্যাটে জ্বলল আগুন

মাঝে আর একটা দিন। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। দ্য ওভালে মুখোমুখি বিরাট কোহলি ও ফাফ দু প্লেসিস। গত মঙ্গলবার ভারত টুর্নামেন্টের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্স মাতিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল।

Advertisment

রাহুলের সঙ্গে জুটি বেঁধে ১৬৪ রানের পার্টনারশিপ করেন ধোনি। তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৮ বলে ১১৩ রান। রাহুল-ধোনির-ব্যাটে ভর করেই ভারত সাত উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল স্কোর তুলতে পেরেছিল। জবাবে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। আটটি চার ও সাতটি ছয়ে নিজের মারকাটারি ইনিংস সাজান ধোনি। অন্যদিকে ৯৯ বলের ১০৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন রাহুল। বিশ্বকাপে আসার আগে পর্যন্ত ভারত একটা বিষয় নিয়ে সন্দিহান ছিল। তারকাখচিত ব্যাটিং লাইন আপে চার নম্বরে কাকে নামানো হবে? কার্ডিফে সম্ভবত সেই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। রাহুলকেই দেখা যাবে চারে।

আরও পড়ুন: শুধু নীল নয়, কোহলিদের বিশ্বকাপের দেখা যাবে কমলা জার্সিতেও, দেখুন ছবি

প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে নেটে ঝলসালেন ধোনি-রাহুল, ধোনির বল পাঠালেন মাঠের বাইরে। রাহুলের ব্যাটেও দেখা গেল সেই ঝাঁঝ। সোমবার বিসিসিআই ধোনি-রাহুলের নেট সেশনের ভিডিও টুইট করছে। বোঝাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আগুন জ্বালাতে প্রস্তুত কোহলির এই দুই যোদ্ধা।

MS DHONI BCCI Cricket World Cup
Advertisment