ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনায় আচ্ছন্ন ক্রিকেট বিশ্ব। অবসর নাকি খেলা চালিয়ে যাওয়া- রবিবারেই সম্ভবত ধোনির ভবিষ্যৎ কিছুটা হলেও আভাস পাওয়া যাবে। এর মধ্যেই ধোনিকে নিয়ে বিস্ফোরণ খোদ গম্ভীরের। জানিয়ে দিলেন, ভবিষ্যতের অজুহাতের কথা বলে, শচীন, শেওয়াগ ও তাঁকে বাদ দিতে চেয়েছিলেন ধোনি একসময়।
জল্পনার সময়েই বিস্ফোরণ। ধোনি-গম্ভীরের সম্পর্কের চোরাস্রোত নিয়ে এখনও জল্পনা চলে। গম্ভীরের অকাল-অবসরে ধোনির অদৃশ্য হাতও দেখেছেন অনেকে। তবে সরাসরি প্রকাশ্য়ে অবশ্য কেউ কারোর সমালোচনা করেননি। তবে গম্ভীরের গলায় আগেও ধোনির প্রচ্ছন্ন সমালোচনা শোনা গিয়েছে। এবারে অবশ্য ব্যতিক্রম।
আরও পড়ুন ১২ বছর পর কেকেআর ত্যাগ সৌরভের বন্ধু-র! নাইট সংসার ভেঙে চুরমার
জাতীয় দলের একসময়ের নির্ভরযোগ্য ওপেনার জানিয়ে দিলেন, "ভবিষ্যতের কথা ভাবাটা সবসময় গুরুত্বপূর্ণ। ধোনি যখন অধিনায়ক ছিল, ও নিজেও তরুণদের উপর ভরসা করত। অস্ট্রেলিয়ায় সিবি সিরিজের ঘটনা। সেই সময়ে শচীন, শেওয়াগ আর আমাকে দলে নিতে চায়নি ও। কারণ হিসেবে বলা হয়েছিল, অস্ট্রেলিয়ায় মাঠ বড় ছিল। ধোনি সেই সময় বিশ্বকাপের জন্য তরুণদের দেখে নিতে চাইছিল।"
এখানেই না থেমে গম্ভীর ধোনিকে নেতা হিসেবে সব কৃতিত্ব দিতে নারাজ। বাঁ হাতি তারকা ব্যাটসম্যানের বক্তব্য, "পরিসংখ্য়ান অনুযায়ী যে ধোনি সেরা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এর অর্থ এমন নয় যে বাকিরা খারাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে দেশের বাইরে সিরিজ জিতেছি। কোহলির অধীনে আমরা দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে, অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জিতেছি।"
ধোনির অবসরের প্রসঙ্গে মুখ খুলে গম্ভীরের সাফ জবাব, "এই মুহূর্তে তরুণ প্রতিভাদের সুযোগ দিতে হবে। এটা ঋষভ পন্থ, সঞ্জু স্য়ামসান, ঈষান কিষাণ যে কেউ হতে পারে। মোদ্দা কথা হল, যাঁর প্রতিভা রয়েছে, তাঁকেই উইকেটের পিছনে দাঁড়াতে দিতে হবে।" সেই সঙ্গে তাঁর সংযোজন, "প্রথমে কাউকে দেড় বছর সুযোগ দিতে হবে। সে যদি ব্যর্থ হয়, তাহলে অন্য কাউকে জায়গা করে দিতে হবে। তাহলে পরবর্তী বিশ্বকাপের আগে একজন তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে বাস্তবোচিত সিদ্ধান্ত নিতে হবে। আবেগের বশবর্তী হয়ে কিছু করা উচিত হবে না।"
গম্ভীরের বক্তব্যেই পরিষ্কার, ধোনিকে সরাসরি অবসর-বার্তা দিলেন তিনি। ধোনি কি শুনবেন?